SSC নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অফিস খুলে ভুয়ো শিক্ষকদের তালিকা তৈরি হয়েছে বলে বৃহস্পতিবার আদালতে জানিয়েছে সিবিআই। সঙ্গে তাঁদের দাবি, SLST নিয়োগ দুর্নীতিতে সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে খোলা হয়েছিল শাখা অফিস। সেখানে OMR শিট কারচুপির পদ্ধতি ঠিক করতে হয়েছিল একাধিক বৈঠক। যে বৈঠকে উপস্থিত ছিলেন OMR শিট পরীক্ষার দায়িত্বে থাকা সংস্থা নাইসার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাস।
সিবিআইয়ের দাবি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতেও হয়েছে চাকরি বিক্রির চক্রান্ত। তাঁর বাড়িতেও রীতিমতো অফিস খুলে ষড়যন্ত্রের নীল নকসা তৈরি হয়েছে। যে বৈঠকে সুবীরেশ ছাড়াও হাজির ছিলেন নাইসার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাস ও SSC-র প্রোগ্রামিং অফিসার পর্ণা বসু।
সিবিআইয়ের দাবি, কী ভাবে প্রযুক্তি ব্যবহার করে OMR শিটে কারচুপি করা হয়েছে তার গোটা পরিকল্পনা হয়েছে সুবীরেশের বাড়িতে। সিবিআই আদালতে জানিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তৈরি চাকরি চুরির অফিসে চূড়ান্ত হত কাকে কাকে বেআইনিভাবে চাকরি দিতে হবে তার তালিকা। সেখানে হাজির থাকতেন প্রশান্ত রায়, প্রদীপ সিংয়ের মতো চাকরি বিক্রির দালালরা। যাদের নাম তারা বেআইনিভাবে নিয়োগের জন্য সুপারিশ করছে তারা সবাই পুরো টাকা মিটিয়েছে কি না, এবং সেই টাকার ভাগ তাঁর কাছে পৌঁছেছে কি না তা নিখুঁত ভাবে মিলিয়ে নিয়ে এক এক জনের নাম চূড়ান্ত তালিকায় তুলতেন পার্থ। তার পর পার্থর বাড়িতে এসে সেই তালিকা নিয়ে যেতেন সুবীরেশ। এর পর সুবীরেশের বাড়িতে শুরু হত OMR শিট কারচুপির খেল। এমনকী আচার্য সদনে সুবীরেশের ঘরেও চাকরি চুরির একাধিক বৈঠক হয়েছে বলে জানিয়েছে CBI.
সিবিআইয়ের আরও দাবি, OMR কারচুপির দায় থেকে নিজেকে দূরে রাখতে ২০১৭ সালে গ্রুপ সি পরীক্ষার OMR শিট আচার্য সদনের বদলে পাশের একটি ভবনে পাঠিয়ে দেন সুবীরেশ। সেখানে ছিল না কোনও নিরাপত্তার ব্যবস্থা। সেইখানেই যাবতীয় OMR শিট স্ক্যান করেন নাইসার প্রতিনিধিরা।