বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > SSKM-এ প্রভাবশালীদের মাসের পর মাস কী চিকিৎসা চলছে? হলফনামা চাইল হাইকোর্ট

SSKM-এ প্রভাবশালীদের মাসের পর মাস কী চিকিৎসা চলছে? হলফনামা চাইল হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট (HT_PRINT)

এই সংক্রান্ত ২টি মামলার শুনানিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দেয়, এব্যাপারে ২৪ জানুয়ারির মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে হবে তাদের।

কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার প্রভাবশালীদের SSKM হাসপাতালে মাসের পর মাস কী চিকিৎসা চলছে? প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ২টি জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এব্যাপারে রাজ্য সরকারকে ২৪ জানুয়ারির মধ্যে হলফনামা পেশ করতে বলেছে। একই সময়সীমার মধ্যে ওই অভিযুক্তদের শারীরিক অবস্থা নিয়ে SSKM কর্তৃপক্ষকে রিপোর্ট দিতে বলেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

মামলাকারীরা দাবি করেন, SSKM হাসাপাতালে একাধিক অভিযুক্ত সাধারণ মানুষের জন্য বরাদ্দ বেড ও কেবিন দখল করে রয়েছে। মাসের পর মাস তাদের কী চিকিৎসা সেখানে চলছে তা নিয়ে কোনও তথ্য প্রকাশ্যে আসছে না। সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার সুনিশ্চিত করতে তাই এব্যাপারে হস্তক্ষেপ করুক আদালত।

এই সংক্রান্ত ২টি মামলার শুনানিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দেয়, এব্যাপারে ২৪ জানুয়ারির মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে হবে তাদের। জেলবন্দি আসামিকে দিনের পর দিন হাসপাতালে রাখার ক্ষেত্রে নিয়ম মানা হয়েছে কি না তা আদালতকে জানাতে হবে তাদের। সঙ্গে SSKM হাসপাতালের কাছে এই ধরণের প্রভাবশালী রোগীর সংখ্যা ও তাদের শারীরিক অবস্থার রিপোর্ট জমা দিতে বলেছে আদালত।

এদিন আদালতে সুজয়কৃষ্ণ ভদ্রের শিশুদের জন্য বরাদ্দ ICU বেডে ভর্তি থাকা নিয়েও প্রশ্ন তোলেন মামলাকারীদের আইনজীবী। কেন কালীঘাটের কাকুকে শিশুদের জন্য বরাদ্দ ICU বেডে ভর্তি করতে হয়েছিল রাজ্যের আইনজীবীরা কাছে তার জবাব চান প্রধান বিচারপতি। কিন্তু রাজ্য সরকারি আইনজীবী এব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেননি। তিনি বলেন, এব্যাপারে যাবতীয় প্রশ্নের জবাব চিকিৎসকরাই দিতে পারবেন।

বলে রাখি, বর্তমানে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ED-র হাতে গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্র ও রেশন দুর্নীতিতে ED-র হাতে গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক SSKMএ চিকিৎসাধীন। গত ২২ অগাস্ট প্রেসিডেন্সি জেলে বুকে ব্যথা অনুভব করায় সুজয়কৃষ্ণকে SSKM-এ ভর্তি করা হয়েছিল। তার পর একটি বেসরকারি হাসপাতালে তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়। সেখান থেকে ছুটি পাওয়ার ফের SSKMএ ভর্তি হন তিনি। 

গত ৮ ডিসেম্বর SSKMএ কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে গিয়ে ED জানতে পারে, তিনি ICCUতে ভর্তি। পরে জানা যায় যে বেডে কাকু ভর্তি সেটি শিশুদের জন্য বরাদ্দ। ICU-তে ভর্তি আরেক রোগীর আত্মীয় বেরিয়ে জানান, উনি তো বেডে বসে খবরের কাগজ পড়ছেন। ওদিকে গত ২১ নভেম্বর সন্ধ্যায় জেলে অসুস্থতা বোধ করায় SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে।

বাংলার মুখ খবর

Latest News

'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ ভূটানে একান্তে স্ত্রী কোয়েলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অরিজিৎ, সামনে এল ছবি... ৪ ইনিংসে ৩ অর্ধশতরান!কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! অজিরা সিরিজ জিতল ৩-০… গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড কোনও টেস্ট সরছে না! পাকিস্তানেই হবে ইংল্যান্ড সিরিজ! জল্পনা ওরালেন PCB প্রধান… রিল রিয়েল মিলেমিশে একাকার, অনন্যার ওয়েব সিরিজে দেখা গেল কার বিয়ের দৃশ্য? আলু ভাতে, বেগুন ভর্তা তো খেয়েছেন, স্বাদ বদলাতে লঙ্কা ভর্তা ট্রাই করবেন নাকি? সিদ্ধি বিনায়ক দর্শনের পরই হাসপাতালে ভর্তি হলেন দীপিকা, শুভক্ষণ আসন্ন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.