বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > এগিয়ে গিয়েও জয় হাতছাড়া, চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে বায়ার্নের সঙ্গে ড্র রিয়ালের

এগিয়ে গিয়েও জয় হাতছাড়া, চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে বায়ার্নের সঙ্গে ড্র রিয়ালের

গোলের পর জয় উদযাপন ভিনিসিয়াস জুনিয়রের। ছবি- এপি (AP)

বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ড্র করল রিয়াল মাদ্রিদ। শুরুতে জুনিয়রের গোলে এগিয়ে গেলেও ফের পিছিয়ে পড়ে তাঁরা। শেষ পর্যন্ত দলকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান জুনিয়রই।

চ্যাম্পিন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে অ্যালিয়েঞ্জ এরিনায় এগিয়ে গিয়েও জয় তুলে আনতে পারল না রিয়াল মাদ্রিদ। গোটা ম্যাচই হাড্ডাহাড্ডি হয়। বায়ার্ন শট এবং বল পজিশনের ক্ষেত্রে একটু এগিয়ে থাকলেও রিয়াল এই ম্যাচ থেকে পয়েন্ট বের করে আনলেও অবাক হওয়ার কিছু থাকত না। অবশ্য ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় রিয়াল মাদ্রিদের খুব অসুবিধা হলনা। কারণ সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের ঘরের মাঠেই খেলবে চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দল রিয়াল মাদ্রিদ। ম্যাচে জোড়া গোল করেন রিয়ালের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। তবে আওয়ে ম্য়াচে রক্ষণ কিছুটা নড়বড়ে দেখানোয় তাঁরা পুরো পয়েন্ট তুলে আনতে ব্যর্থ হল। বায়ার্নের হয়ে গোল করেন লেরয় সানে এবং হ্যারি কেন।

আরও পড়ুন-ISL 2024- আইএসএলে ইস্টবেঙ্গল, মোহনবাগানের বিপক্ষে গোল করা দিয়ামানতাকোসকে চাইছেন কুয়াদ্রাত

ম্যাচের সাত মিনিটের মধ্যেই অবশ্য রিয়াল ডিফেন্সে দুবার হানা দেয় বায়ার্ন। কিন্তু লেরয় সানে এবং হ্যারি কেন পরাস্ত করতে পারেননি রিয়াল গোলরক্ষক লুনিনকে। ২৪ মিনিটে ম্যাচের গতির বিরুদ্ধেই গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। লস ব্ল্যাঙ্কোসদের এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। ক্রুজের বাড়িয়ে দেওয়া পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রিয়ালের প্রাণ ভোমরা। প্রথম ১৫ মিনিট ম্যাচে প্রাধান্য রেখে খেললেও রিয়ালের গোলের পর প্রথমার্ধে কিছুটা জড়তা দেখা যায় জার্মান দলটির খেলায়। ১-০ গোলে এগিয়ে থেকেই লেমন ব্রেকে যায় কার্লো আনসেলোত্তির দল। 

আরও পড়ুন-জোড়া গোল করে দলকে জেতালেন, রেকর্ডও গড়লেন লিওনেল মেসি

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ফের ঝটিকা আক্রমণে যায় রিয়াল। এক্ষেত্রে ক্রুজের শট বাঁচিয়ে দেন ন্যয়ার। এর দুমিনিট পরই কাঙ্খিত গোলের দেখা পেয়ে যায় বায়ার্ন মিউনিখ। লেরয় সানে দুরন্ত শটে গোল করে মিউনিখের দলকে সমতায় ফেরান। এক্ষেত্রে অবশ্য লুনিন নিজের ফার্স্ট পোস্ট থেকেই গোল হজম করেন। ৩ মিনিটের মধ্যেই ফের নাটক। এবার পেনাল্টি পেয়ে যায় হোম টিম। স্পট কিক থেকে গোল করতে কোনও ভুলই করেননি স্ট্রাইকার হ্যারি কেন। এগিয়ে যায় টুশেলের বায়ার্ন।

আরও পড়ুন- ক্লপ যুগের শেষ, এবার লিভারপুলের দায়িত্বে আর্নে স্লট

চাপে পড়ে গিয়ে এবার লুকা মদ্রিচের শরণাপন্ন হন আনসেলোত্তি। তিনি মাঠে নামতেই রিয়ালের দখলে বল থাকতে শুরু করে। ক্রুজকে তুলে নিয়ে ব্রাহিম দিয়াজকে নামিয়ে আক্রমণে ঝাঁঝ বাড়ান রিয়াল কোচ, ফল আসে কয়েক মিনিট পরই। রদ্রিগোকে ফাউল করায় পেনাল্টি পায় মাদ্রিদের দলটি। আনসেলোত্তির মুখে হাসি ফুটিয়ে পয়েন্ট নিশ্চিত করেন সেই ভিনিসিয়াস জুনিয়র। ৯০ মিনিট শেষে ড্র হলেও স্বস্তির হাসি হাসলেন আনসেলোত্তি। ম্যাচ শেষে বলে গেলেন, ‘ প্রথমার্ধে ছেলেরা খেলার মধ্যে সেই ঝাঁঝ দেখাতে পারেনি।  তবে এটা ভালোই ফল হয়েছে। দ্বিতীয় লেগের ম্যাচের আগে এই ফল ফুটবলারদের অনেকটা আত্মবিশ্বাস দেবে’। বায়ার্ন কোচ থমাশ টুশেল বললেন, ' রিয়াল মাদ্রিদ এভাবেই খেলে সবার সঙ্গে। ফলে হতাশ হওয়ার কিছু নেই। বার্নাব্যুতে আশা করছি আমরাও ভালো খেলব। যদিও সেখানে জেতাটা খুব কঠিন কাজ, কিন্তু আশা রাখব ভালো কিছু করে দেখানোর। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দেবের উত্থানের গল্প এবার বড়পর্দায়! বায়োপিকে ঝলক প্রকাশ্যে আসতেই হেসে খুন সবাই পাহাড়ে বেড়াতে গিয়ে পাথরের উপর পাথর সাজান, কিন্তু এর মানে জানেন? কখন এটি ‘অশুভ’ হামলাকারীকে ছাড়, আক্রান্ত সন্ন্যাসীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দিল পুলিশ ‘জগন্নাথদেবও মোদীর ভক্ত’, মন্তব্যের পর ৩ দিনের উপবাসের পথে BJPর সম্বিত পাত্র 'কিউট' পুরুষকে ন্যাপকিন নোট লিখেছিলেন মহিলা, শুরু হয়েছিল ১০ বছরের পুরনো বন্ধুত্ব ‘রাতে যার ইচ্ছে হয়…’, ২ বউ পায়েল-কৃতিকার সঙ্গে কীভাবে যৌন জীবন চলে? জবাব আরমানের 'BJP যদি ২৭৫ আসনে...', লোকসভার ফলাফল নিয়ে বড় মন্তব্য প্রশান্ত কিশোরের মা হতে চলেছেন ক্যাটরিনা? লন্ডন ট্রিপের ছবি প্রকাশ্যে আসতেই শুরু হইচই! সৃজনের গাড়িতে হামলা, TMC-র বিরুদ্ধে অভিযোগ, ‘CPM ছাগলের ৩য় সন্তান’ পালটা অরূপ কোয়ালিফায়ারের আগে KKR-কে উদ্দীপ্ত করলেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেন- ভিডিয়ো

Latest IPL News

কোয়ালিফায়ারের আগে KKR-কে উদ্দীপ্ত করলেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেন- ভিডিয়ো কোন বিষয়টি চিন্তায় রাখছে KKR-কে? কোথায় এগিয়ে হায়দরাবাদ? কী হবে দুই দলের একাদশ? ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মই বদলে দিয়েছে কেরিয়ার, HT বাংলায় Exclusive অভিষেক পোড়েল বিরাটের সঙ্গে একমত, ODI থেকে ২ বলের নিয়ম তুলে দেওয়ার পক্ষে গম্ভীর 'L' দেখিয়ে কেন সেলিব্রেশন? কোয়ালিফায়ারের আগে গোপন রহস্য ফাঁস করলেন KKR-র 'বিপদ' হস্তক্ষেপ করব না,ধোনি যখন সিদ্ধান্ত নেবে তখন জানাবে-রহস্য জিইয়ে রাখল সিএসকে সিইও জুনিয়র ক্রিকেটে নির্বাচকদের পা ধরিনি, তাই দলে সুযোগ পাইনি… বিস্ফোরক গম্ভীর বিরাটের ব্যাটিং বা রবীন্দ্র-র রান আউট নয়, এই ঘটনাকে টার্নিং পয়েন্ট বলছেন যশ বেইমানি করেনি ইসিবি, আইপিএলের সূচির দিকেই আঙুল তুললেন পঞ্জাব কোচ বাঙ্গার রাহুল দ্রাবিড় পরবর্তী কোচ খুঁজতে মহেন্দ্র সিং ধোনির দ্বারস্থ বিসিসিআই!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.