কলকাতার নিউ টাউনে সেকেন্ড ক্যাম্পাস করতে চাইছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। আর রাজ্য সরকারের সঙ্গে কথা বলেছে তারা। মূলত দ্বিতীয় ক্যাম্পাসের জন্য় তাদের অতিরিক্ত জমি দরকার। সেকারণেই তারা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে খবর। সূত্রের খবর, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ জন ফেলিক্স রাজ জানিয়েছেন, নিউ টাউনে ১০.৭ একর অতিরিক্ত জমির জন্য আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে কথা বলেছি। আশা করছি তিনি আমাদের আবেদনে সাড়া দেবেন। আমরা শীঘ্রই এই কাজ শুরু করতে পারব। বর্তমান ক্যাম্পাসটি ১৭.৫ একরের।
ওয়েস্ট বেঙ্গল ইন্ডেক্স সূত্রে খবর, এই বিশ্ববিদ্যালয় আরও কোর্স করানোর জন্য় তাদের বিল্ডিংয়ের সম্প্রসারণ করতে চাইছে। আগামী বছরের জুন মাস থেকে ছাত্রীদের জন্য় অপর এক হস্টেল খোলার ব্যাপারেও চিন্তাভাবনা চলছে। সেই হস্টেলের নাম দেওয়া হচ্ছে মাদার টেরেসার নামে। এই নতুন হস্টেলে অন্তত ৬০০জন ছাত্রীর জায়গা হবে। সেই সঙ্গেই নতুন অ্য়াকাডেমিক ব্লকও করা হচ্ছে। সেখানে ২২৫টি ক্লাসরুম করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেই ব্লকটিকেও তৈরি করা হচ্ছে।
সেই সঙ্গেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, সব মিলিয়ে ৪২৫ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় পরিকাঠামো উন্নয়নের জন্য ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করতে চাইছে। গত ৬ বছরে সেন্ট জেভিয়ার্সের মোট পড়ুয়ার সংখ্য়া ৩৫০০জন। ২০৩০ সালের মধ্য়ে এই সংখ্যাটা হবে ১০,০০০জন।
এদিকে গোটা দেশে সেন্ট জেভিয়ার্সের মোট ৭৬টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর আগে উপচার্য ফেলিক্স রাজ জানিয়েছিলেন, কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে কেউ কোনও বিষয়ে স্নাতক স্তরে ভর্তি হলে তার পরের বছর সেই পড়ুয়া সেই প্রতিষ্ঠানের মুম্বই শাখার বিশ্ববিদ্যালয়ে গিয়েও কোর্স শেষ করতে পারবেন। তার প্রস্তুতি চলছে।