বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Medhashree Scheme: মিলল মন্ত্রিসভার ছাড়পত্র, ৮০০ টাকা করে ভাতা পাবে বাংলার কয়েক লক্ষ পডুয়া

Medhashree Scheme: মিলল মন্ত্রিসভার ছাড়পত্র, ৮০০ টাকা করে ভাতা পাবে বাংলার কয়েক লক্ষ পডুয়া

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।. (PTI) (HT_PRINT)

আলিপুরদুয়ারের হাসিমারায় এক প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের কথা ঘোষণা করেন। তাতেই এবার সিলমোহর দিল মন্ত্রিসভা।

মুখ্যমন্ত্রী প্রস্তাবিত 'মেধাশ্রী' প্রকল্পে শিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। এই প্রকল্পে অনগ্রসর জাতির পড়ুয়ারা ৮০০ টাকা করে ভাতা হিসাবে পাবেন। এর আগে উত্তরবঙ্গে এক প্রশাসনিক সভায় এই বৃত্তির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আলিপুরদুয়ারের হাসিমারায় এক প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী অনগ্রসর জাতি ও সংখ্যালঘু পডুয়াদের জন্য বৃত্তি প্রকল্প বন্ধের বিরুদ্ধে কেন্দ্রের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন,' কেন্দ্র ওবিসি স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা এ বার থেকে রাজ্যের ওবিসি পড়ুয়াদের স্কলারশিপ দেব মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে। শিক্ষাশ্রীর পাশাপাশি এই সরকারি প্রকল্পের আওতায় এ বার থেকে স্কলারশিপ দেওয়া হবে।' সেই সভায় তিনি আরও বলেন, 'এমন ভাব দেখাচ্ছে যে, ওরা টাকা দিচ্ছে। ওবিসি ছাত্রছাত্রীদের টাকা বন্ধ করেছে। তবে আমরা পাশে আছি। কারও পড়াশোনা আটকাবে না'।

এর আগে তফশিলি জাতি ও উপজাতি পরিবারের মেয়েদের স্কুলছুট রুখতে চালু করা হয়েছিল শিক্ষাশ্রী প্রকল্প। এবার ওবিসি পড়ুয়াদের সেই সুবিধা ব্যবস্থা করা হল। সোমবার উন্নয়ন ভবনে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উপস্থাপিত হয় এবং প্রকল্প চালুর ব্যাপারে সায় দেন মন্ত্রিসভার সদস্যরা।

এদিন মন্ত্রিসভা বৈঠকে মুখ্যমন্ত্রী আবারও মন্ত্রীদের গ্রাম যাওয়ার কথা মনে করিয়ে দেন। পরামর্শ দেন বেশি করে মানুষের সঙ্গে কথা বলার।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন