প্রতিবারের মতো এবারও দোলের আগে কড়া নির্দেশ জারি করল লালবাজার। শহরে শুধু অনিচ্ছুক মানুষ নয়, পথকুকুরের গায়ে রঙ দিলেও কড়া পদক্ষেপ করা হবে। দোল ও হোলির দিন যাতে কোনও গন্ডগোল না হয় সেদিকে নজর থাকছে পুলিশের। শহরের বিভিন্ন স্থানে বাড়তি পুলিশ মোতায়েন করা হবে। পুলিশের নজর থাকবে শহরের বহুতলগুলিতেও।
পুলিশ জানিয়েছে, সোম ও মঙ্গলবার, দোল এবং হোলির দিনে যাতে কোনও গোলমাল না হয় সে দিকে নজর রাখা হবে। বড় রাস্তার পাশাপাশি গলি রাস্তগুলোতেও নজরদারি চালানো হবে। যাতে কোনও রকম অশান্তির ঘটনা ঘটে।
একই সঙ্গে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, শহরবাসী ।েন নিছক মজ করতে গিয়ে পথকুকুর বা অন্য কোনও প্রাণীর গায়ে রঙ না দেন। এ ব্যাপারে নজর রাখার জন্য পশুপ্রেমীদের সাহায্য নিচ্ছে লালবাজার। এই ধরনের ঘটনার কোনও অভিযোগ এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন। এসপ্ল্যানেড স্টেশন নিয়ে জট, পার্কস্ট্রিটে থামতে পারে জোকা মেট্রো,পরিবহণ হাব হবে?
ঘাটেও নজরদারি
দোলের দিন স্নান করতে নেমে যাতে কোনও বিপত্তি না ঘটে তার জন্য ঘাটগুলিতে পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। লাল বাজার সূত্রে খবর শহরের প্রায় ৭০টি ঘাটে পুলিশ মোতায়েন থাকবে। এর মধ্যে গঙ্গার ঘাট ছাড়াও থাকছে সরোবর ও পুকুর ঘাট। এছাড়া ৪৩টি ঘাটে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে মোতায়েন রাখা হচ্ছে।
দোল ও হলির দিনে বাড়তি পুলিশ
সোমবার ও মঙ্গলবার শহরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ওই দু’দিন প্রায় সাড়ে তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে শহরে। এছাড়া সকাল থেকে রাস্তায় থাকবেন ২৬ জন ডিসি। দিন ও রাতে ৪৪টি করে টহলদার বাইক থাকবে। এছাড়া হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের ২৭টি থাকবে দিনে ও ১৯টি থাকবে রাতে। দিনভর শহরে টহল দেবে ৫৮টি পিসিআর ভ্যান। কোনও গোলমালের খবর পেলেই দ্রুত যাতে সেখানে পুলিশ পৌঁছে যায় সেদিকেও থানাগুলিকে নজর দিতে বলেছে লালবাজার।
গাড়িতে রঙ ছুড়লেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। কলকাতা পুলিশের মোবাইল ভ্যানগুলি এই ধরনের ঘটনার উপর নজর রাখবে।
আরও পড়ুন। দেশে জনপ্রতিনিধি মাত্র ৪.৯%, তবে নির্বাচনী বন্ডে তৃণমূলের চাঁদার হারে ঘুরবে মাথা