y কালীঘাটের কাকুর হৃদযন্ত্রে মানসিক চাপের প্রভাব কতটা তা জানতে তাঁর বিশেষ পরীক্ষা করাতে চায় SSKM হাসপাতাল। পরীক্ষা করানো যাবে কি না তা জানতে এবার আদালতের দ্বারস্থ হল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। পালটা ইডির দাবি, রিপোর্টে গরমিল করে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রকে অসুস্থ সাজাচ্ছে SSKM কর্তৃপক্ষ।
SSKM-এর তরফে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে এক চিঠি দিয়ে জানানো হয়েছে, সুজয়কৃষ্ণের হৃদযন্ত্রে মানসিক চাপের প্রভাব জানতে স্ট্রেস MPI টেস্ট করানো দরকার। এই পরীক্ষা SSKM হাসপাতালে হয় না। কলকাতার মাত্র ৪টি বেসরকারি হাসপাতালে এই পরীক্ষা করা হয়। সুজয়কৃষ্ণ যেহেতু বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তাই তাঁকে সেখানে নিয়ে যেতে জেল কর্তৃপক্ষের অনুমতি দরকার।
SSKMএর চিঠি পেয়ে ব্যাঙ্কশাল আদালতের বিশেষ PMLA আদালতের দ্বারস্থ হয়েছে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। কারণ আদালতের নির্দেশেই জেলে রয়েছেন কালীঘাটের কাকু। ফলে আদালত নির্দেশ না দিলে তাঁকে বেসরকারি হাসাপাতালে নিয়ে যাওয়া সম্ভব নয়।
ইডি সূত্রে খবর, আদালতে কাকুর পরীক্ষার বিরোধিতা করবে তারা। ইডির দাবি, কালীঘাটের কাকু সুস্থ। SSKM কর্তৃপক্ষ নানা রকম ফন্দি ফিকির করে তাঁকে অসুস্থ সাজাচ্ছে। সেজন্য জোকা ESI হাসপাতালের মেডিক্যাল বোর্ডের মুখোমুখি হতে দেওয়া হচ্ছে না সুজয়কৃষ্ণকে।
গত অগাস্টে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সুজয়কৃষ্ণের হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়। তার পর থেকে SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।