দাঙ্গা কবলিত রিষড়ায় বিজেপি নেতাদের যেতে বারণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পরে রাজভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমজার। এদিন তিনি বলেন, গুন্ডাগিরি চলতে দেবেন না বলে আশ্বস্ত করেছেন রাজ্যপাল।
এদিন সুকান্তবাবু বলেন, ‘রিষড়ার পরিস্থিতি নিয়ে রাজ্যপাল উদ্বিগ্ন। তিনি মঙ্গলবার দার্জিলিং থেকে ফিরে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গিয়েছিলেন। আক্রান্তদের সঙ্গে কথাও বলেন তিনি। সেজন্য আমরা তাঁকে ধন্যবাদ জানিয়েছি। রাজ্যপাল রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের সঙ্গে যোগাযোগ রাখছেন। কেন্দ্রকে তিনি পরিস্থিতির কথা জানাবেন। রাজ্যপাল আপাতত আমাদের রিষড়া যেতে বারণ করেছেন। তাঁর অনুরোধকে সম্মান জানিয়ে আমরা আগামী কয়েকদিন রিষড়ায় যাচ্ছি না। কিন্তু যদি দেখ গতকাল রাতের ঘটনা আজ আবার ঘটছে। তাহলে আমরা আবার ধরনায় বসতে বাধ্য হবো। রাজ্যপালের অনুরোধকে সম্মান জানিয়ে আমরা কলকাতায় ধরনা করব। উনি আমাদের আশ্বস্ত করেছেন এই ভাবে গুন্ডাগিরি করতে দেবেন না’।
সোমবারের পর মঙ্গলবারও রিষড়ায় ঢুকতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন সুকান্তবাবু। যদিও রাজ্যপালের সফরে ছিল কড়া পুলিশি ব্যবস্থা। সোমবার রাতে যেখানে হামলা হয়েছে রিষড়া মসজিদ পাড়া লাগোয়া ৪ নম্বর রেলগেটের আক্রান্তদের সঙ্গে কথা বলেন তিনি।