আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ রানের মালিক তিনিই। ১২ ম্যাচে করে ফেলেছেন ৬৩৪ রান। তাঁর পিছনে থাকা রুতুরাজ গায়েকওয়াড়ের স্কোর ১১ ম্যাচে ৫৪১। এই মূহূর্তে তাঁর পারফরমেন্স, শুধু ব্যাটে রান দিয়ে বিচার করলে হবে না। স্ট্রাইক রেট এবারের আইপিএলে বিরাটের ১৫৩-এর বেশি, সঙ্গে ধারাবাহিকতাও রয়েছে। গতবার করেছিলেন ৬টি হাফ সেঞ্চুরি এবং ২টি সেঞ্চুরি। এবার করেছেন ৫টি হাফ সেঞ্চুরি এবং ১টি সেঞ্চুরি। পঞ্জাব কিংসের বিপক্ষে একটুর জন্য শতরান হাতছাড়া করেছেন কোহলি, ৯২ রানে আউট হন তিনি। কিন্তু ব্যাটের থেকেও বেশি ফিল্ডিংয়ে মন দিতে নিয়েছেন দিল্লির ছেলে। ৩৫ বছর বয়সে যখন অনেক ক্রিকেটার খেলা থেকে হারিয়ে যান ফিটনেসের কারণে, সেখানে বিরাট কোহলি গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত তৈরি করেছেন পঞ্জাব ম্যাচে দুরন্ত রান আউট করে। এহেন কোহলিকে নিয়েই টি২০ বিশ্বকাপের আগে বড় বার্তা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন-IPL 2024-'ক্রিকেটারদেরও মান সম্মান আছে', লোকেশ রাহুলের পাশে দাঁড়িয়ে গোয়েঙ্কাকে এক হাত শামির
টি২০ বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। ১৭ বছর পর ফের কি ছোট ফর্ম্যাটের বিশ্বকাপ জিতবে ভারত, এই প্রশ্ন সকলেরই মনে ঘোরাফেরা করছে। এরই মধ্যে বিরাটকে নিয়ে রাহুল দ্রাবিড়, রোহিত শর্মাদের যে পরামর্শ দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, তাতে তাঁদের বিড়ম্বনা বাড়তেও পারে। কারণ প্রাক্তন বিসিসিআই সভাপতি বলছেন,' বিরাট দুর্দান্ত ফর্মে রয়েছে। গতকাল যেভাবে বিরাট ব্যাটিং করেছে, এত কম সময়ে ৯০ রান, তাতে আমার মতে ওকে টি২০ বিশ্বকাপে ওপেনার হিসেবে ব্যবহার করা উচিত। এবারে স্কোয়াড যথেষ্ট ভালো, ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও যথেষ্ট শক্তিশালী ভারতের'।
আরও পড়ুন-IPL 2024- ‘বিরাট মাঠে নামলেই সবাইকে দেখিয়ে দেবে, ও ঠিক কি’! হঠাৎ কেন এমন বললেন শামি
টি২০ ফর্ম্যাটে এখন অনেক বদল এসেছে, আগামী দিনে ব্যাটিংয়ের ক্ষেত্রে নতুন ট্রেন্ড দেখা যাবে বলে মনে করছেন মহারাজ। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আগামী কয়েক বছরে টি২০ ক্রিকেটে বড় রান ওঠা ট্রেন্ড হয়ে যাবে। এই ফর্ম্যাটে পাওয়ার হিটিং প্রাধান্য পাবে। ইম্প্যাক্ট প্লেয়ার আসার পর ২৪০-২৫০ স্কোর মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি, এখন এরকমভাবেই খেলা এগোচ্ছে। ক্রিকেটারারও তেমন মানসিকতা নিয়েই খেলছে, তাই বোলারদের নিত্য নতুন টেকনিক রপ্ত করতে হবে ’
আরও পড়ুন-IPL 2024-বাবা বারণ করেছেন! তাই উইকেট নিয়ে উচ্ছাস দেখান না, রহস্য ফাঁস নারিনের
টি২০ বিশ্বকাপে স্কোয়াডে সঞ্জু স্যামসন এবং ঋষভ পন্ত সুযোগ পেলেও, দলে ঠাই হয়নি আরেক ইন ফর্ম ক্রিকেটার দীনেশ কার্তিকের। যদিও প্রিন্স অফ ক্যালকাটা স্পষ্টই বলছেন, সঞ্জু বা পন্তের মধ্যে কাউকেই দলের বাইরে রাখা যেত না। দীনেশ ভালো খেলেছে, কিন্তু তাঁর থেকেও ভালো ক্রিকেটার রয়েছে, সেই কারণেই সুযোগ পেয়েছেন পন্ত, সঞ্জুরা।