বর্তমানে ধোনির ভক্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। ধোনি নিজেকে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছেন যেখানে তাঁর ভালোবাসার মানুষের সংখ্যা বেড়েই চলেছে। নিজের প্রিয় তারকার প্রতি নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য ভক্তেরা নানা উপায় বের করছেন। এর মাঝেই হঠাৎ করে অভিনেতা, লেখক বিনীত কুমার সিং তৈরি করে ফেললেন ধোনিকে নিয়ে নতুন গান। এই গান শুনলে যে ধোনির ভক্তরা উত্তেজিত হয়ে পড়বেন তা বলাই যায়। তবে এই গানটি এক বছর আগেও প্রকাশ করা হয়েছিল। চলুন জেনে নেওয়া যাক এই গানের ইতিহাস।
কে বিনীত কুমার সিং?
২০১৭ সালে মুক্তি পেয়েছিল মুক্কাবাজ ছবি। এই ছবিটি বক্স অফিসে ভালো করতে পারেনি কিন্তু প্রধান অভিনেতা বিনীত সিং তার অভিনয় দিয়ে মানুষকে মুগ্ধ করেছিলেন। অভিনেতা এবং লেখক হওয়ার আগে, বিনীত একজন ডাক্তারও ছিলেন। নাগপুর সরকারি মেডিকেল কলেজ থেকে আয়ুর্বেদে এমডি করা বিনীত ২১ বছর বয়সে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। ১৩ বছর বয়সে লেখালেখি শুরু করেছিলেন। ধোনিকে নিয়ে একটি কবিতা লিখেছে ফেলেছেন তিনি।
কী ভাবে এই গানটি লিখেছিলেন বিনীত কুমার সিং
অভিনেতা,লেখক অভিনেতা বিনীত কুমার সিং বলেন, ‘আমি ১৩ বছর বয়সে লেখা শুরু করি। মনে যা আসতো তাই লিখতাম। এক দিন গাড়িতে করে যাওয়ার সময়ে এফএম-এ গান শুনছিলাম। সেই সময় ধোনিকে নিয়ে দু-এক লাইন কথা বলেন কয়েকজন। সব শুনে আমার খুব ভালো লাগলো এবং আমি গাড়িটা পাশে থামিয়ে মনোযোগ দিয়ে শুনতে লাগলাম সবাই কী বলছেন। এরপর সবকিছুর সারাংশ বের করে ধোনিকে নিয়ে একটা কবিতা লিখলাম।’ সেই কবিতাকেই এবার গানে পরিবর্তন করলেন বিনীত কুমার সিং।
এক বছর আগে প্রকাশিত হয়েছিল এই গান
এটাকে একটা সময়ে অনেকেই এমএস ধোনির থিম সং বলে থাকেন। আইকনিক ক্রিকেটারের যে কোনও ডাই-হার্ড ফ্যানকে উত্তেজিত করার জন্য এই গানটা যথেষ্ট। আইপিএল দল চেন্নাই সুপার কিংস তাদের পঞ্চম শিরোপা ট্রফি জেতার পর আক্ষরিক অর্থেই টক অফ দ্য টাউন হয়েছিলেন ধোনি। প্রতি মুহূর্তে, একটি ভিডিয়ো আবির্ভূত হয় যা দেখায় যে তার ভক্তরা তাকে বিশেষ উপায়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এমনই একটি ক্লিপ ভাইরাল হয়েছিল ২০২৩ সালে। নিজের টুইটারে অভিনেতা বিনীত কুমার সিংকে এমএস ধোনির জন্য বিশেষভাবে লেখা একটি ট্র্যাক করতে শোনা যায়। একজন শিল্পী তাতে থাপিং বিট যোগ করেন। গানটির চূড়ান্ত সংস্করণ ক্রিকেটার ভক্তদের মন্ত্রমুগ্ধ করে তুলেছিল। দ্য গ্যাংস অফ ওয়াসেপুর খ্যাতি জনপ্রিয় ইউটিউব শো আনফিল্টারড বাই সামদিশ-এ একটি সাক্ষাৎকারের সময় গানটিকে প্রাণবন্ত করে তুলেছিলেন। আশুতোষ চতুর্বেদী নামের শিল্পী ট্র্যাকে সঙ্গীত যোগ করার সময় বলেছিলেন: ‘এমএস ধোনির যদি একটি থিম গান থাকত তাহলে কী সেটা হতো।’
নতুন রূপে প্রকাশিত হল বিনীত কুমার সিং-এর ধোনি গান
বছর ঘুরতে আবার সেই গান নতুন ভাবে ভক্তদের সামনে তুলে ধরলেন বিনীত কুমার সিং। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নিজের কবিতাকে গানের নতুন রূপ দিলেন বিনীত কুমার সিং। এই গানটির গায়ক বিনীত কুমার সিং। সঙ্গীত পরিচালক হর্ষিত সাক্সেনা। গানের কথা লিখেছন বিনীত কুমার সিং নিজে। গানটির প্রযোজনা করেছেন রুচিরা ঘোরমারে। এই গানটি যে আগামী দিনে জনপ্রিয়তার শিখরে পৌঁছাবে তা সকলেই বলছেন। এই মুহূর্তে চেন্নাই সুপার কিংস প্লে অফে উঠবে কিনা তা বলা কঠিন, তবে এই মুহূর্তে ধোনির জন্য এই গান যে দিকে দিকে বেজে উঠবে তা বলাই যায়।