বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Suvendu Adhikari on Police: ‘পুলিশের মধ্যেও আমার লোক আছে’, বিস্ফোরক শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari on Police: ‘পুলিশের মধ্যেও আমার লোক আছে’, বিস্ফোরক শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী (ছবি - এএনআই)  (Sanjay Sharma)

আজ নন্দীগ্রামের বিধায়ক টুইট করে লেখেন, ‘গণতান্ত্রিক ভাবে করা এক রাজনৈতিক কর্মসূচিকে শেষ করে দেওয়ার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে মমতার পুলিশ। সাঁতরাগাছিতে স্টিলের ব্যরিকেড তাঁর উদ্বেগ ও ভীরুতার প্রতীক।’

এদিন শুভেন্দু অধিকারী দাবি করেন যে পুলিশে তাঁর ‘লোক’ আছে। এদিন শুভেন্দু বলেন, ‘কোনা, অঙ্কুরহাটি ঘিরে রেখেছে পুলিশ। আমি যদি কোলাঘাট থেকে সাঁতরাগাছি যেতাম তাহলে ধূলাগড়ে আটকানো হত। আমি জানি। পুলিশের মধ্যেই আমার লোক আছে পুলিশে।’

এর আগে এদিন টুইট করে শুভেন্দু পুলিশি অত্যাচারের অভিযোগ তুলেছিলেন। নন্দীগ্রামের বিধায়ক টুইট করে লেখেন, ‘গণতান্ত্রিক ভাবে করা এক রাজনৈতিক কর্মসূচিকে শেষ করে দেওয়ার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে মমতার পুলিশ। সাঁতরাগাছিতে স্টিলের ব্যরিকেড তাঁর উদ্বেগ ও ভীরুতার প্রতীক।’

এদিকে এর আগে ডিএ মন্ত্রে পুলিশ কর্মীদের ‘মন ভোলানোর’ চেষ্টা করেছিলেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দু হুগলিতে পাণ্ডুয়ায় বিজেপির একটি সভা থেকে প্রতিশ্রুতি শুভেন্দু দিয়েছিলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে পুলিশ কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে ডিএ দেওয়া হবে। শুভেন্দু নবান্ন অভিযানের প্রসঙ্গ টেনে বলেছিলেন, ‘পুলিশ কর্মীদের বলব আপনারা ডিএ পাচ্ছেন না। একজন কনস্টেবল দশ হাজার টাকা কম পাচ্ছে। একজন এসআই কুড়ি হাজার। আমাদের সরকার এলে আরটিজিএস বা এনইএফটি করে ২৪ ঘণ্টায় ডিএ অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। আর পুলিশকে বলব নবান্নে আমাদের আটকাবেন না।’

বন্ধ করুন