বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বিধানসভার আমন্ত্রণপত্রে নেই শুভেন্দুর নাম, প্রথা ভাঙার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে

বিধানসভার আমন্ত্রণপত্রে নেই শুভেন্দুর নাম, প্রথা ভাঙার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী  (PTI)

কী প্রথা ভাঙা হয়েছে তা অবশ্য জানাননি তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘১৯৫৭ সালে জ্যোতি বসু যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন থেকে রীতি শুরু হয়েছিল, বিধানসভার যে কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বিরোধী দলনেতাকে'।

প্রথা ভেঙে বিধানসভার অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নাম না রাখার অভিযোগ উঠল তৃণমূল সরকারের বিরুদ্ধে। মঙ্গলবার বিধানসভা চলাকালীন সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, স্বাধীন ভারতে প্রথমবার ঘটল এই ঘটনা।

শুক্রবার বিধানসভায় একটি নতুন ভবনের উদ্বোধন হতে চলেছে। সংগ্রহশালা তৈরি করা হয়েছে ভবনটিতে। শুক্রবার সেটির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানের যে আমন্ত্রণপত্র ছাপানো হয়েছে তাতে নাম নেই বিরোধী দলনেতার। এদিন কার্ডটি দেখিয়ে শুভেন্দু অধিকারী বলেন। বিধানসভায় আবার প্রথা ভাঙা হচ্ছে। স্বাধীনতার পর থেকে কখনও এই প্রথা ভাঙা হয়নি। কী প্রথা ভাঙা হয়েছে তা অবশ্য জানাননি তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘১৯৫৭ সালে জ্যোতি বসু যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন থেকে রীতি শুরু হয়েছিল, বিধানসভার যে কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বিরোধী দলনেতাকে'। কার্ডটি হাতে নিয়ে দেখা যায় তাতে নেই বিরোধী দলনেতার নাম।

সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, বিধানসভার যে কোনও অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে স্পিকার, ডেপুটি স্পিকার, মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার নাম রাখার প্রথা রয়েছে। তবে ওই কার্ডে রয়েছে শুধুমাত্র স্পিকার ও মুখ্যমন্ত্রীর।

 

বন্ধ করুন