বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সিবিআই তদন্ত চাই! চণ্ডীপুরে কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যু নিয়ে হাইকোর্টে শুভেন্দু

সিবিআই তদন্ত চাই! চণ্ডীপুরে কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যু নিয়ে হাইকোর্টে শুভেন্দু

শুভেন্দু অধিকারী। (টুইটার)

বৃহস্পতিবার রাতে দিঘা-নন্দকুমার রোডে ১১৬বি জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মারা যান ভৈরবপুর গ্রামের বাসিন্দা সেখ ইসরাফিল। অভিযোগ ওঠে, শুভেন্দু অধিকারীর কনভের সামনের গাড়ি ধাক্কা দেয় ওই যুবককে।

শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যুতে সিআইডি তদন্তন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তদন্তের ভার সিবিআই-এর হাতে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন শুভেন্দু অধিকারী। আদালত সূত্রে খবর, বিরোধী দলনেতার আবেদনের ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।

বৃহস্পতিবার রাতে দিঘা-নন্দকুমার রোডে ১১৬বি জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মারা যান ভৈরবপুর গ্রামের বাসিন্দা সেখ ইসরাফিল। অভিযোগ ওঠে, শুভেন্দু অধিকারীর কনভের সামনের গাড়ি ধাক্কা দেয় ওই যুবককে। অভিযোগ, যুবককে ধাক্কা মারার পর আর দাঁড়াননি গাড়িটি। দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। ইসরাফিলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

যুবকের মৃত্যুর পর চণ্ডীপুর থানার পুলিশ গাড়ির চালককে গ্রেফতার করে। তাঁকে তমলুক আদালতে পেশ করা হলে বিচারক ১ দিনের পুলিশ হেফাজনের নির্দেশ দেন। পরে শনিবার তাঁকে ফের আদালতে পেশ করা হলে বিচারক সওয়াল জবাবের পর ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন।

(পড়তে পারেন। ‘পুলিশ কর্মী ব্যক্তিগত গাড়িতে পুলিশের স্টিকার ব্যবহার করলে তা অপরাধ নয়’ হাইকোর্ট)

যুবকের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা। শাসকদলের একাধিক নেতা-নেত্রী মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন। তৃণমূলের পক্ষে থেকে পাঁচ লক্ষ টাকার একটি মৃতের মায়ের হাতে তুলে দেন অভিনেতা সোহম। মৃত্যু নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপি।

এই ঘটনায় রাজ্য রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। সিআইডি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কিন্তু সেই তদন্তের উপর আস্থা রাখতে পারছেন না বিরোধী দলনেতা। পাশাপাশি তাঁর দাবি, যে রুটে কনভয় যাচ্ছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে না রাজ্য। তাই হাইকোর্ট সিবিআই তদন্তের দাবি করে মামলার আবেদন করেছেন। বিচরপতি মান্থা মামলার অনুমতি দিয়েছেন। আগামী বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা।

বন্ধ করুন