বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > TeT Scam: প্রাথমিক চাকরি কিনতে কত টাকা দিয়েছিলেন জেলে যাওয়া শিক্ষকরা? তাপস কি একাই খেতেন? মাথা কে? পর্দাফাঁস করল CBI

TeT Scam: প্রাথমিক চাকরি কিনতে কত টাকা দিয়েছিলেন জেলে যাওয়া শিক্ষকরা? তাপস কি একাই খেতেন? মাথা কে? পর্দাফাঁস করল CBI

তাপস মণ্ডল ও কুন্তল ঘোষ।

ঠিক কত টাকা দর উঠত প্রাথমিকে চাকরির? কী বলছে সিবিআই? 

বেমালুম চাকরি করে খাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গ্রেফতার হলেন চার শিক্ষক। আসলে অভিযোগ উঠেছে টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন তারা। কিন্তু বঙ্গবাসীর দুটো প্রশ্ন। প্রাথমিকে চাকরি পেতে গেলে ঠিক কত টাকা দিতে হত? এই টাকা কাদের দিতে হত? মানে বাংলায় শিক্ষকতার চাকরি পেতে গেলে দর কেমন ওঠে? সেই টাকা ঘুরপথে ঠিক কাদের কাছে যায়?

তবে সিবিআই তাদের চার্জশিটে এনিয়ে উল্লেখ করেছে। তাতে অনেকেরই রাতের ঘুম চলে যাওয়ার পক্ষে যথেষ্ট। তবে কি এবার কেলেঙ্কারির মাথার দিকে এগোচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের চার্জশিটে এনিয়ে ইঙ্গিত দিয়েছে। চার্জশিটে সিবিআই, ধৃত তাপস মণ্ডলের দিকে আঙুল তুলেছে। সেই সঙ্গেই চাকরি কেলেঙ্কারির অন্যতম মাথা কুন্তল ঘোষের নামও উল্লেখ করেছে সিবিআই। সেখানে বলা হচ্ছে চাকরিপ্রার্থীদের কাছ থেকে তাপস মণ্ডল কয়েক কোটি টাকা তুলেছিলেন। কখনও নিজে, কখনও আবার এজেন্ট মারফৎ এই টাকা তোলা হত। সিবিআই তাদের চার্জশিটে জানিয়েছে, এই চার শিক্ষক চাকরি পেতে সরাসরি তাপস মণ্ডলকে টাকা দিয়েছিলেন। তবে তাপস কি একাই খেতেন টাকা?

নাহ তেমনটা একেবারেই নয়। তদন্তকারী সংস্থার দাবি, এই চাকরিপ্রার্থীদের কাছ থেকে প্রাপ্ত সব মিলিয়ে প্রায় ৫ কোটি ২৩ লক্ষ টাকা তাপস কুন্তলকে দিয়েছিলেন। কিন্তু এবার প্রশ্ন সেই টাকা কি কুন্তল একাই হজম করতেন নাকি সেই টাকা ঘুরপথে চলে যেত কোনও বিশেষ জায়গায়? যেখান থেকে সবুজ সংকেত না এলে চাকরি মিলত না।

তবে সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ করা আছে, কুন্তল গত ৬ বছরে এজেন্ট মারফৎ ৩ কোটির ৭১ লাখ টাকা তুলেছিলেন। অন্তত ৭১জন অযোগ্য চাকরিপ্রার্থীর কাছ থেকে এই টাকার লেনদেন হয়েছিল।

আর কম যান না তাপস মণ্ডলও। তিনি প্রায় ১৩৬জন চাকরিপ্রার্থীর কাছ থেকে সব মিলিয়ে ৩ কোটি ৮৯ লক্ষ ৮৫ হাজার টাকা তুলেছিলেন বলেছিলেন অভিযোগ। ২০১৬-২০২২ সাল সেই সময়টাই তার এই নিয়োগ ব্যবসা ফুলেফেঁপে উঠেছিল।

এবার জেনে নিন হাতেগরম প্রাথমিকে শিক্ষকতার চাকরি পেতে গেলে কত টাকা দিতে হত? সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে সিবিআইয়ের চার্জশিটের কথা উল্লেখ করে বলা হয়েছে, ধৃত সায়গর হোসেন তাপসকে ৬ লক্ষ টাকা দিয়েছিলেন। জাহিরুদ্দিন শেখ ও সৌগত মণ্ডল, সিমার হোসেন ৫ লাখ টাকা করে দিয়েছিলেন।

 

বন্ধ করুন