অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরনগরের হরিচাঁদ মন্দির সফর ঘিরে অশান্তির তদন্তে SIT গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। রাজ্য পুলিশের DG-কে SIT গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। সিটের নেতৃত্বে থাকবেন ADG পদমর্যাদার কোনও আধিকারিক। ১৮ জুলাইয়ের মধ্যে সিটকে আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। সঙ্গে ওই দিনের ঘটনায় গ্রেফতার সমস্ত মতুয়া ভক্তকে জামিন দিতে হবে নির্দেশে জানিয়েছেন বিচারপতি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের দিন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে অশান্তির ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। অশান্তু রুখতে পুলিশি নিষ্ক্রিয়তা ও তার পর মতুয়া ভক্তদের ধরতে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করেছিলেন তিনি। সেই মামলা শুনানিতে মঙ্গলবার সিট গঠনের নির্দেশ দিল আদালত। বিচারপতি জানিয়েছেন, ১৮ জুলাইয়ের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে হবে সিটকে। সঙ্গে সেদিনের ঘটনায় গ্রেফতার সমস্ত মতুয়াকে জামিন দিতে নির্দেশ দিয়েছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, এই ঘটনায় FIR গ্রহণ করতে হবে পুলিশকে। মন্দির ও হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা আদালতে পেশ করতে হবে SIT-কে।
গত ১১ জুন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যান অভিষেক। সেখানে হরিচাঁদ মন্দিরে প্রবেশের সময় তাঁর পথ আটকে দাঁড়ান মতুয়া ভক্তরা। অভিযোগ করেন, অনুমতি ছাড়াই মন্দিরে প্রবেশের চেষ্টা করছেন তিনি। এরই মধ্যে শান্তনু ঠাকুর মন্দিরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেন। যার ফলে নিরাশ বদনে ফিরতে হয় অভিষেককে। এই ঘটনায় বেশ কয়েকজন মতুয়াকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ।