বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > রোগীর কাটা পা পরিবারকে ধরিয়ে বাড়ি যেতে বলল নার্স, NRS হাসপাতালে অমানবিক ছবি

রোগীর কাটা পা পরিবারকে ধরিয়ে বাড়ি যেতে বলল নার্স, NRS হাসপাতালে অমানবিক ছবি

এনআরএস হাসপাতাল।

ওই যুবকের নাম মহম্মদ রাজ। তিনি ট্যাংরার বাসিন্দা। গত সোমবার তিনি ট্যাংরা থেকে লক্ষীকান্তপুর যাচ্ছিলেন ট্রেনে করে। সেই সময় কোনওভাবে তিনি ট্রেন থেকে পড়ে গেলে তার দুটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা হাঁটুর নিচে থেকে দুটি পা কেটে বাদ দেন।

ফের অমানবিক ঘটনা ঘটল সরকারি হাসপাতালে। ট্রেন দুর্ঘটনায় যুবকের ক্ষতিগ্রস্ত দুটো পা হাঁটুর নিচ থেকে কেটে বাদ দিয়েছিলেন চিকিৎসকরা। পরিবারের সদস্যরা হাসপাতালে যেতেই কাটা পা দুটি তাদের হাতে ধরিয়ে দিয়ে বাড়ি যেতে বললেন নার্স। হাসপাতালের এমন ঘটনায় তাজ্জব পরিবারের সদস্য থেকে শুরু করে সকলে। এরপর তড়িঘড়ি পুলিশের তৎপরতায় কাটা পা দুটি মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রসঙ্গত, রোগীর কোনও অঙ্গ বাদ গেলে সেক্ষেত্রে কী করনীয় তার নির্দিষ্ট নিয়ম রয়েছে। তা সত্ত্বেও নার্সের এমন কাণ্ডে ফের হাসপাতালে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন ঘটনা আর কোথাও নয়, রাজ্যের অন্যতম বড় সরকারি হাসপাতাল এনআরএসে ঘটেছে।

আরও পড়ুন: মোটা টাকা নিয়ে বেড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, SSKM থেকে ধৃত তিন দালাল

রোগী পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম মহম্মদ রাজ। তিনি ট্যাংরার বাসিন্দা। গত সোমবার তিনি ট্যাংরা থেকে লক্ষীকান্তপুর যাচ্ছিলেন ট্রেনে করে। সেই সময় কোনওভাবে তিনি ট্রেন থেকে পড়ে গেলে তার দুটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা হাঁটুর নিচে থেকে দুটি পা কেটে বাদ দেন। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে রাজের সঙ্গে দেখা করতে আসেন। অভিযোগ তাদের দেখতে পেয়ে কর্তব্যরত নার্স রাজের কাটা দুটো পা ধরিয়ে দিয়ে বাড়ি যেতে বলেন। নার্সের এমন কাণ্ডে তাজ্জব হয়ে যান পরিবারের সদস্যরা। পা দুটি নিয়ে কী করবেন বুঝতে না পেরে শেষ পর্যন্ত পরিবারের সদস্যরা কাটা পা দুটি নিয়ে নেন এবং সেই পা নিয়েই রাজের সঙ্গে তারা দেখা করতে যান। তার পাশের বেডেই কাটা পা দুটি রেখে তারা রাজের সঙ্গে কথা বলেন। এদিকে ওয়ার্ডের কর্তব্যরত নার্স বিষয়টি দেখার পর তাদের বকাবকি করেন এবং সেখান থেকে বেরিয়ে যেতে বলেন। এরপর কাটা পা নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় এক কর্তব্যরত পুলিশকর্মী নজরে পড়ে বিষয়টি। তিনিও কাটা পা দেখতে পেয়ে পরিবারের সদস্যদের বকাবকি করেন। কিন্তু, শেষমেষে পুলিশ কর্মী জানতে পারেন যে এক নার্স ওই কাটা পা দুটি ধরিয়ে দিয়েছেন। সেটি জানতে পারার পর পুলিশ কর্মীও কার্যত তাজ্জব হয়ে যান। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন ওই পুলিশকর্মী। ওই বিভাগের নার্সদের সঙ্গে কথা বলে পা দুটি মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।

উল্লেখ্য, এই ধরনের ঘটনায় হাসপাতালের ভূমিকা নিয়ে উঠছে। প্রসঙ্গত, বায়ো মেডিক্যাল ওয়েস্ট কীভাবে নষ্ট করা হয় সেই নিয়ম রয়েছে। তা সত্ত্বেও কেন সেই নিয়ম মনে হয়নি তাই নিয়ে উঠেছে প্রশ্ন। প্রসঙ্গত, সরকারি হাসপাতালগুলিতে অমানবিকতার ছবি এই প্রথম নয়। প্রায়ই সরকারি হাসপাতালে গেলেই এই ধরনের অমানবিকতার ছবি ধরা পড়ে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.