কলকাতায় আবারও জরুরি অবতরণ করল বিমান। মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েছিলেন এক যাত্রী। বুকে যন্ত্রণায় ছটফট করছিলেন ওই যাত্রী। অবস্থা গুরুতর বুঝে বিমান জরুরি অবতরণ করেন চালক। এরপরে তড়িঘড়ি ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে ভরতি করা হয় ভিআইপি রোডের একটি বেসরকারি হাসপাতালে। সোমবার এই ঘটনা ঘটেছে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: মাঝ আকাশে ইঞ্জিনে আগুনের আতঙ্ক, জরুরি ভিত্তিতে মুম্বইয়ে অবতরণ করল বিমান
সুখের খবর, ৬ই ১০১৬ ইন্ডিগো বিমানটি সিঙ্গাপুর থেকে কলকাতা আসছিল। উড়ান শুরু করার পর যাত্রী অসুস্থ বোধ করলেও প্রথমে তাতে বিশেষ গুরুত্ব দেননি। পরে কলকাতার কাছাকাছি আসতেই যাত্রীর বুকে যন্ত্রণা আরও তীব্র হয়ে ওঠে। যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। তড়িঘড়ি বিমানের অন্যান্য যাত্রীরা বিষয়টি কেবিন ক্রুর নজরে আনেন । পরে কেবিন ক্রু পাইলটের দৃষ্টি আকর্ষণ করেন।
যাত্রীর অবস্থা গুরুতর বুঝে পাইলট তড়িঘড়ি কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। তাতে মেডিক্যাল ইমারজেন্সির কথা জানিয়ে জরুরি অবতরণের অনুমতি চান বিমান চালক। গুরুত্ব বিচার করে এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে বিমানটি জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয়। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর ৫টা ৪০ মিনিট নাগাদ বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানটিকে ৫৮এল বে’তে নিয়ে যাওয়া হয়।
এদিকে, খবর পেয়ে বিমানবন্দরে আগে থেকেই প্রস্তুত ছিল মেডিক্যাল টিম। তারা যাত্রীর প্রাথমিক চিকিৎসা করেন। পরে যাত্রীকে তড়িঘড়ি ভিআইপি রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই যাত্রী সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। বিমান চালকের তৎপরতায় রক্ষা পেয়েছেন যাত্রী।
যদিও বিমানে এই ধরনের ঘটনা প্রথম নয়, প্রায়ই এমন ঘটনা ঘটে থাকে। কিছুদিন আগেই আন্দামান থেকে কলকাতাগামী এক বিমানে অসুস্থ হয়ে পড়েছিলেন এক বৃদ্ধা যাত্রী। জানা যায় , ওই যাত্রী আন্দামানের পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে ভিস্তেরার ইউকে ৭৭৮ বিমানে উঠেছিলেন। বিমানটি উড়ান শুরু করার সময় অসুস্থতা অনুভব করছিলেন ওই যাত্রী। তবে সেই সময় নিজেকে তিনি সামলে নিয়েছিলেন। এরপর কলকাতা বিমানবন্দরে বিমানটি অবতরণের সময় ঘটে বিপত্তি। ওই যাত্রী আরও অসুস্থতা বোধ করেন। এরফলে সিটে বসেই লাগাতার বমি করতে শুরু করেন। পরে বিমানটি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করলে যাত্রীকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়।