বাংলা নিউজ > ঘরে বাইরে > মাঝ আকাশে ইঞ্জিনে আগুনের আতঙ্ক, জরুরি ভিত্তিতে মুম্বইয়ে অবতরণ করল বিমান

মাঝ আকাশে ইঞ্জিনে আগুনের আতঙ্ক, জরুরি ভিত্তিতে মুম্বইয়ে অবতরণ করল বিমান

জরুরি অবতরণ করল ইয়ার ইন্ডিয়ার বিমান। প্রতীকী ছবি (Air India Express)

বিমানটি ১৫০ জন যাত্রী বহন করে দিল্লি থেকে মুম্বই যাচ্ছিল। বুধবার ভোর রাতে বিমানটি মুম্বই অবতরণ করে। বিমানের ক্রু সদস্যের কাছ থেকে জরুরি বার্তা পাওয়ার পর বিমানবন্দরে প্রস্তুত রাখা হয়েছিল দমকল ইঞ্জিন থেকে শুরু করে সব রকমের ব্যবস্থা। পরে বিমানটি অবতরণের পর তড়িঘড়ি খতিয়ে দেখেন দমকল কর্মীরা।

মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে আগুনের আতঙ্ক ছড়াল। ঘটনায় জরুরি ভিত্তিতে অবতরণ করা হল বিমান। মঙ্গলবার রাতে মুম্বই বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার এআই ৮১৪ বিমানটি। জানা যায়, মাঝ আকাশে দিল্লি থেকে মুম্বইগামী ওই বিমানে একটি ইঞ্জিনে আগুন লাগার সতর্কতা পান বিমান চালক। এরপর তিনি জরুরি বার্তা পাঠান বিমানবন্দরে। এরপরেই বিমানটিকে অবতরণ করা হয়। যদিও শেষমেষ বিমানের ইঞ্জিনের কোনও আগুন বা ধোঁয়া ধরা পড়েনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। কী কারণে এই ঘটনা ঘটল তা জানার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: ইন্ডিগোর বিমানের ইঞ্জিনে আগুন লাগল কীভাবে? তদন্তে নামল DGCA

বিমানবন্দর সূত্রের খবর, বিমানটি ১৫০ জন যাত্রী বহন করে দিল্লি থেকে মুম্বই যাচ্ছিল। বুধবার ভোর রাতে বিমানটি মুম্বই অবতরণ করে। বিমানের ক্রু সদস্যের কাছ থেকে জরুরি বার্তা পাওয়ার পর বিমানবন্দরে প্রস্তুত রাখা হয়েছিল দমকল ইঞ্জিন থেকে শুরু করে সব রকমের ব্যবস্থা। পরে বিমানটি অবতরণের পর তড়িঘড়ি খতিয়ে দেখেন দমকল কর্মীরা। তবে কোথাও কোনও আগুন বা ধোঁয়া পাওয়া যায়নি।

জানা গিয়েছে, আগুন লাগার সতর্কতা পেয়েই বিমান চালক জরুরি বার্তা পাঠিয়েছিল। মূলত মাঝ আকাশে চরম বিপদে পড়লে এই ধরনের জরুরী বার্তা পাঠানো হয়ে থাকে। এছাড়া, বিমান চালকরা দুটি অগ্নি নির্বাপন যন্ত্রও ব্যবহার করেন। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এই ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, মুম্বই বিমানবন্দরের যে রানওয়েতে বিমানটি অবতরণ করেছিল সেই রানওয়েতে ২০ মিনিটেরও বেশি সময় ধরে অন্যান্য বিমান চলাচল বন্ধ থাকে। এই ঘটনার ফলে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী অন্য একটি উড়ান আহমেদাবাদের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার ৮১৪ নম্বর উড়ান দিল্লি থেকে মুম্বই উড়ে আসার সময় এই ঘটনা ঘটে। বিমান চালকরা সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে জরুরি বার্তা পাঠিয়েছিলেন। তবে আগুন লাগার কোনও খবর পাওয়া যায়নি। কী কারণে এমন সতর্কতা পেয়েছিলেন চালক তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই ধরনের ঘটনা ঘটেছিল।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

দুর্গাপুজো মণ্ডপে স্লোগান তোলা ৯ জনের পুলিশ হেফাজত, ধৃতরা কি ডাক্তার?‌ জো রুটের হাত ধরে টেস্ট দেখা মিলল শততম ২৫০+ স্কোরের! ইংরেজদের ঝুলিতে আরও রেকর্ড… দাদা রতন টাটার শেষকৃত্যে হাজির জিম্মি টাটা! ছিলেন অমিত শাহ-একনাথ শিন্ডেরাও রানি-কাজলদের মুখার্জি বাড়ির পুজোয় হাজির রণবীর কাপুর তাজ হোটেলে জঙ্গীহানা, টানা তিন দিন সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন রতন টাটা আর মোবাইল আমদানি করবে না ভারত, সবই তৈরি হবে স্বদেশে: রিপোর্ট শিলাজিৎ-এর জন্মদিন, সেলিব্রেশনে হাজির হলেন কারা? সপ্তমীতে পুজো পরিক্রমায় বেরতেই ব্যারিকেড পুলিশের, মিছিল ঘিরে ধর্মতলায় অশান্তি না খেয়ে ডাক্তারদের সঙ্গে দেখা করতে হাজির ছোট্ট ছাত্রী, কেঁদে ফেললেন শ্রীলেখা 'প্রার্থনা করি যাতে...' বাড়িতে আসছে নতুন সদস্য, দুর্গার কাছে কী চাইলেন কোয়েল?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.