কলকাতায় বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকার আনন্দপল্লিতে এই ঘটনা ঘটেছে। নিহত কৌশিক কর (২৪) একটি কলেজে BBA-র পড়ুয়া ছিলেন। বৃষ্টি ভিজতে ছাদে গিয়ে বজ্রদ্রষ্ট হন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রোজের মতো শনিবার সকালে শরীরচর্চা করতে জিমে গিয়েছিলেন কৌশিক। জিম থেকে ফিরে ঘরের ভিতরে প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল তাঁর। তখনই বাইরে বৃষ্টি নামে। বৃষ্টিতে ভিজতে বাড়ির ছাদে চলে যান তিনি। তখনই প্রচণ্ড শব্দে বাজ পড়ে। বাড়ির লোকেরা ছাদে গিয়ে দেখেন বজ্রদ্রষ্ট হয়েছেন কৌশিক। তার সারা দেহ জ্বলে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যান পরিজনরা। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তরতাজা ছেলেটার এই মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার।
সম্প্রতি কলকাতা শহরে বাজ পড়ে একাধিক মৃত্যুর খর পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বায়ু দূষণ বেড়ে যাওয়ায় কলকাতায় বাজ পড়ার সংখ্যা ও তীব্রতা বেড়ে গিয়েছে। দূষণের জেরে বাতাসের বিদ্যুৎ পরিবহণ ক্ষমতা বেড়ে গিয়েছে। যার ফলে তীব্রতা বেড়েছে বজ্রপাতের। বিশেষজ্ঞদের পরামর্শ বিদ্যুৎ চমকালে বাইরে না বেরনোই ভালো। দরজা - জানলা বন্ধ করে ঘরে নিরাপদে থাকুন।