দুবাইয়ে চোখের চিকিৎসার জন্য যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তাঁর সফর সংক্রান্ত নথি এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের (ইডি) দফতরে জমা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিদেশ সফরে ‘না’ বলেছিলেন ইডি’র অফিসাররা। তখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আর সেখানেই মেলে সায়।
ঠিক কী নথি জমা দিলেন? ইডি সূত্রে খবর, বিমানের টিকিট, দুবাইয়ের হাসপাতালের ঠিকানা, ফোন নম্বর সংক্রান্ত তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় রাতেই সংস্থার কলকাতা এবং নয়াদিল্লির অফিসে পাঠিয়ে দিয়েছেন। কলকাতা হাইকোর্টের অনুমতিতে চোখের চিকিত্সার জন্য দুবাই যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে যাবেন স্ত্রী রুজিরাও।
ঠিক কী ফরমান দিয়েছিল ইডি? বিদেশ সফরে যাওয়া যাবে না বলে ফরমান জারি করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কিন্তু চোখের চিকিৎসায় তাঁকে দুবাই যেতে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখন কয়লা পাচারের মামলা চলছে। যাঁর তদন্ত করছে ইডি। কিন্তু এই ফরমান জারি হতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সাংসদ। ৩–১০ জুন দুবাইয়ে থাকবেন তিনি।
কলকাতা হাইকোর্ট কী জানিয়েছে? আদালত সূত্রে খবর, ইডি’র আপত্তি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। দুবাইয়ে কোন হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন অভিষেক, কোথায় থাকছেন, বিমানের টিকিট এবং দুবাইয়ের ফোন নম্বর ইডিকে জানাতে হবে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পালিয়ে যাওয়ার আশঙ্কা অমূলক বলেও জানিয়ে দেয় আদালত।