বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সমস্ত রুটে চলবে না, তবে ট্রাম থাকবে কলকাতায়, HC-র নির্দেশের পরে বৈঠক রাজ্যের

সমস্ত রুটে চলবে না, তবে ট্রাম থাকবে কলকাতায়, HC-র নির্দেশের পরে বৈঠক রাজ্যের

সংরক্ষণ করা হবে ট্রাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

শুক্রবার কলকাতা পুরসভায় ত্রিপাক্ষিক বৈঠক হয়। সেখানে ছিলেন কলকাতা পুরসভার মেয়র, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য আধিকারিক ও পদস্থ পুলিশ কর্তারা। 

ট্রাম লাইনের ফলে যান চলাচলের গতি কমছে। পাশাপাশি দুর্ঘটনাও বাড়ছে। এই যুক্তি দেখিয়েই কলকাতার ট্রাম রুট তুলে দেওয়ার পক্ষে মত জানিয়েছিল কলকাতা পুলিশ। কিন্তু, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দেয়, পুলিশ এভাবে ট্রাম চালানোর বিরোধিতা করতে পারে না। পুলিশের সেই এক্তিয়ারই নেই। একইসঙ্গে ট্রামকে আধুনিক করে নতুন প্রজন্মের কাছে কীভাবে আকর্ষণীয় করে তোলা যায়, সেই সম্ভাবনা খতিয়ে দেখতে বলেছিল হাইকোর্ট। একইসঙ্গে ট্রাম চালানোর গঠনমূলক আলোচনা করার কথাও জানিয়েছিল। ট্রাম নিয়ে রাজ্য সরকার কী ভাবছে তা জানতে চেয়েছিল আদালত। সেই মতোই ট্রামকে সংরক্ষণ করা হবে বলে জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। একইসঙ্গে আরও একটি রুটে দ্রুত ট্রাম চালানোর কথা জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টের বার্তার পরেই ৪টি রুটে ট্রাম চালাতে উদ্যোগী পরিবহণ দফতর

শুক্রবার কলকাতা পুরসভায় ত্রিপাক্ষিক বৈঠক হয়। সেখানে ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী-সহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য আধিকারিক ও পদস্থ পুলিশ কর্তারা। ট্রামের ভবিষ্যৎ কী হবে? কীভাবে সংরক্ষণ করা হবে বা কোন রুটে ট্রাম চালানো যাবে? সেই সংক্রান্ত বিষয়ে শুক্রবার বৈঠক হয়। 

বৈঠকের শেষে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘বর্তমানে যে সমস্ত রাস্তায় ট্রাম চলছে এবং যেগুলিতে ট্রাম চলছে না তার সমস্ত তালিকা তৈরি করা হবে। আদালতকে তা জানানো হবে।’ তবে ট্রাম লাইনের জন্য রাস্তা সংস্কার করা যাচ্ছে না বলেও তিনি জানান। একইসঙ্গে ধর্মতলা খিদিরপুর রুটে শীঘ্রই ট্রাম চালু করা হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

পরিবহণ মন্ত্রী বলেন, ‘ট্রাম হল কলকাতার ঐতিহ্য। তাকে সংরক্ষণ করা হবে। কিন্তু, ট্রাম চলে না এমন কিছু রুটে ট্রাম লাইন থাকার ফলে রাস্তা সরু হয়ে গিয়েছে। এতে দুর্ঘটনা বাড়ছে। সেই সমস্ত ট্রাম লাইন তুলে দেওয়া হবে।’ এ বিষয়ে আদালতকে জানানো হবে বলে তিনি জানিয়েছেন। 

পরিবহণ মন্ত্রী জানান, আগে দেশের ১৫টি শহরে ট্রাম চলত। তবে এখন শুধুমাত্র কলকাতাতে ট্রাম চলছে। এর সঙ্গে বহু মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। তাঁর মতে, সব রুটে ট্রাম চালানো গেলে ভালো হত। কিন্তু সেইসঙ্গে যান চলাচলে যাতে কোন সমস্যা না হয়, সে বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন। মন্ত্রী স্পষ্ট করেছেন, যে ট্রাম উঠে যাচ্ছে না। তবে সব রুটেও ট্রাম চালানো সম্ভব নয়। যানজটমুক্ত মহানগর হিসেবে কলকাতা এক নম্বরে রয়েছে। তাই সবদিক বিবেচনা করেই আদালতকে নীতির কথা জানানো হবে বলে তিনি জানিয়েছেন।

বাংলার মুখ খবর

Latest News

২ মিনিটে ২ ঐতিহাসিক পদক ভারতের! ২০০ মিটারে সিমরান, জ্যাভেলিনে নভদীপ, মোট কত হল? 'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ ভূটানে একান্তে স্ত্রী কোয়েলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অরিজিৎ, সামনে এল ছবি... ৪ ইনিংসে ৩ অর্ধশতরান!কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! অজিরা সিরিজ জিতল ৩-০… গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.