বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Bike taxi in Kolkata: অ্যাপ নির্ভর বাইক ট্যাক্সিদের জন্য কড়া নিয়ন্ত্রণ বিধি আনছে পরিবহণ দফতর

Bike taxi in Kolkata: অ্যাপ নির্ভর বাইক ট্যাক্সিদের জন্য কড়া নিয়ন্ত্রণ বিধি আনছে পরিবহণ দফতর

যেমন খুশি ভাড়া নেওয়া বা নিয়ম না মেনে বাইক ট্যাক্সি চালানো যাবে না। (টুইটার)

দিন কয়েক আগে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী অ্যাপ ক্যাব সংস্থাগুলোর সঙ্গে একটি বৈঠকে বসেন। সেই বৈঠকে তিনি বাইক ট্যাক্সিকে নিয়ন্ত্রণ আনতে জোর দিয়েছেন। পরিবহণ দফতরের যুক্তি, বাইকগুলি ব্যক্তিগত মালিকানায় হলেও তা ব্যবহার হয় বাণিজ্যিক উদ্দেশে।

তিন নয় এবার থেকে পাঁচ জেলায় যাত্রী নিয়ে যেতে পরাবে বাইক ট্যাক্সি। পরিবহণ দফতর বাইক ট্যাক্সি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নেওয়া নিচ্ছে। সেই পদক্ষেপের অন্যতম হল, এই ধরনের বাইকে ব্যবহার করতে হবে বাণিজ্যিক নম্বর প্লেট।

দিন কয়েক আগে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী অ্যাপ ক্যাব সংস্থাগুলোর সঙ্গে একটি বৈঠকে বসেন। সেই বৈঠকে তিনি বাইক ট্যাক্সিকে নিয়ন্ত্রণ আনতে জোর দিয়েছেন। পরিবহণ দফতরের যুক্তি, বাইকগুলি ব্যক্তিগত মালিকানায় হলেও তা ব্যবহার হয় বাণিজ্যিক উদ্দেশে। সে কারণে বাণিজ্যিক গাড়ির যথাযথ নিময় মেনে বাইক ট্যাক্সিকে রাস্তায় চলতে হবে।

মন্ত্রী জানিয়েছেন, খুব শীঘ্রই বাইক ট্যাক্সি সংক্রান্ত গাইডলাইন প্রকাশিত হবে। সেই নিয়ম মেনে চলতে হবে বাইক চালকদের। যেমন খুশি ভাড়া নেওয়া বা নিয়ম না মেনে বাইক ট্যাক্সি চালানো যাবে না। খুব শীঘ্রই এই গাইডলাইন প্রকাশিত হবে পরিহণ দফতর থেকে বলে জানা গিয়েছে। আগে তিন জেলায় যেতে পারত অ্যাপ নির্ভর বাইক ট্যাক্সি। এবার জেলার সংখ্যা বাড়িয়ে পাঁচ করা হচ্ছে।

পরিবহণ দফতরের হিসাব অনুযায়ী শহরে এবং শহরতলী প্রায় পনের হাজারের বেশি বাইক ট্যাক্সি চলে। পরিবহণ দফতরের আইন অনুযায়ী সেগুলি সবই বেআইনি। বাণিজ্যিক কাজে ব্যবহার করার জন্য এই ধরনের বাইকে কোনও লাইসেন্স নেই। পরিবহরণ দফতরের কাছে খবর, অনেকে আবার বেনামে অ্যাকাউন্ট খুলে বাইক চালাচ্ছে। সেই কারণে, বাইক ট্যাক্সি চালাতে হলে বাণিজ্যিক লাইসেন্স নিতে হবে। তার জন্য দেওয়া হবে হলুদ নম্বর প্লেট। এ ছাড়া প্রতিটি বাইকে যাত্রীদের জন্য অবশ্যই রাখতে হবে প্যানিক বাটন। খুব শীঘ্রই এই নিয়ন্ত্রণ বিধি জারি করবে পরিবহণ দফতর।

বন্ধ করুন