আইপিএলে মঙ্গলবার ম্যাচ ছিল দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালসের। সেই ম্যাচ বেশ জমজমাট হয় দুই দলের মধ্যে। শেষ পর্যন্ত রাজধানীর দলই শেষ হাসি হাসে। সৌজন্যে কুলদীপ যাদবের অনবদ্য বোলিং। অবশ্য দিল্লি বনাম রাজস্থানের এই ম্যাচেই দেখা দিল রাজনীতির কালো মেঘ। বর্তমানে ক্রিকেটের সঙ্গে রাজনীতির যোগ প্রায় সর্বত্র। অধিকাংশ রাজ্য সংস্থার সঙ্গেই জড়িত রয়েছেন বিভিন্ন রাজনীতিবিদরা। এরই মধ্যে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে উঠল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নামে স্লোগান, বর্তমানে যিনি শ্রীঘরে বন্দী। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে কেন্দ্রীয় সংস্থা গ্রেফতার করেছিল, এরপর একে একে তাঁর বিরুদ্ধে এসেছে ভুরি ভুরি অভিযোগ, যদিও তাঁর দলের কর্মী, সমর্থকরা যথেষ্টই বিশ্বাস করেন কেজরিওয়ালকে। লড়াকু অরবিন্দও জানিয়ে দিয়েছেন, শ্রীঘরে থেকেই চালাবেন সরকারের কাজকর্ম, পালন করবেন নিজের মুখ্যমন্ত্রীর দায়িত্ব। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন তিনি। স্বামীর অবর্তমানে তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে চালাচ্ছেন লোকসভার প্রচার। এরই মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রীর হয়ে খেলার মাঠে গলা ফাটালেন সমর্থকরা।
আরও পড়ুন-IPL 2024-'ধোনিকে খুব সম্মান করি', গোল্ডেন ডাকের পরেও উচ্ছাস করলেন না কিংসদের এই ক্রিকেটার
মঙ্গলবারই দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপির সমর্থকরা। এক নিষিদ্ধ সংগঠনের থেকে অতীতে টাকা নেওয়ার অভিযোগ ওঠে আম আদমি পার্টির সুপ্রিমোর বিরুদ্ধে। কদিন আগেই সেই নিয়ে মুখ খোলেন খলিস্তানপন্থী নিষিদ্ধ সংগঠনের এক নেতা। এরপরই দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এনআইএ তদন্তের তোড়জোড় শুরু হয়। যদিও আম আদমি পার্টির দাবি পুরোটাই বিজেপির চক্রান্ত, এরই পাল্টা অরুন জেটলি স্টেডিয়ামে গিয়ে দলের সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে স্লোগান দেন কর্মীরা।
আরও পড়ুন-IPL 2024- ফের একটা ফ্লাইং কিস হয়ে যাক? ১ ম্যাচ ব্যানের পরে রানাকে ট্রোল KKR তারকার
আইপিএলের ম্যাচ চলাকালীন কেজরিওয়ালের সমর্থকদের স্লোগানে কিছুটা বিড়ম্বনায় পড়ে সেখানকার পুলিশ। শেষ পর্যন্ত তাঁরা সেই কর্মী, সমর্থকদের আটক করে। পড়ে অবশ্য ছেড়েও দেয়। আম আদমি পার্টির তরফে এক ভিডিও প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় আম আদমি পার্টির সমর্থকরা যে জামা পড়ে রয়েছেন, তাতে লেখা আছে জেল কা জবাব ভোট সে। অর্থাৎ লোকসভা নির্বাচনেই মানুষ অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ঢোকানোর পাল্টা জবাব ভোটের মাধ্যমে দেবে,এটাই বোঝানোর চেষ্টা করেছেন তাঁরা, দিল্লির মুখ্যমন্ত্রীর হয়ে স্লোগানও দিচ্ছিলেন তাঁরা। যদিও দিল্লি পুলিশের তরফ থেকে এরপর অনুরোধ করা হয়, যাতে খেলার মাঠে এই আচরণের পুনরাবৃত্তি কেউ না করে এবং যাতে মাঠে এসে খেলা উপভোগ করে।
আরও পড়ুন-IPL 2024- নাইট রাইডার্সের হোটেলে হঠাৎ এরা কারা! গম্ভীর-শ্রেয়সের সঙ্গে দেখা করলেন
ম্যাচের পর গুটি কয়েক আম আদমি পার্টির সমর্থককে এও বলতে শোনা যায়, ‘এদিন কিন্তু বিজেপি শাসিত রাজস্থানের দলকে টেক্কা দিয়েছে কেজরিওয়ালের দিল্লির দলই’।