‘দীর্ঘদিনের অপেক্ষা ফলপ্রসূ হয়েছে।' কিন্তু একই অভিযোগ সত্ত্বেও নারদ মামলায় কেন শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হল না, তা নিয়ে প্রশ্ন তুললেন সাংবাদিক ম্যাথু স্যামুয়েল। দাবি করলেন, তাঁর থেকে টাকা নিয়েছিলেন।
নারদ মামলায় সোমবার সকালে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। তারপরই একটি ভিডিয়োবার্তায় তিনি বলেন, ‘আমি সবে জানতে পারলাম যে নারদ মামলায় সুব্রত মুখোপাধ্যায়, ববি হাকিম-সহ তৃণমূল কংগ্রেসের কয়েকজন শীর্ষনেতাকে গ্রেফতার করা হয়েছে। এটা দীর্ঘদিনের বিচার। এটা আমি নিজে করেছিলেন এবং ২০১৬ সালে আমি জনসমক্ষে এনেছিলাম। অবশেষে আমি ফল পেলাম।’ সঙ্গে তিনি বলেন, ‘এটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই।’
২০১৪ সালে ব্যবসায়ীর ছদ্মবেশে কয়েকজন নেতাকে টাকা তুলে দিয়েছিলেন ম্যাথু। পুরোটাই গোপন ক্যামেরায় রেকর্ড করে রেখেছিলেন। ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে সেই রেকর্ডিং ফাঁস করেছিলেন। তা নিয়ে রাজনীতিতে তোলপাড় হয়েছিল। সেই ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) একাধিক তৃণমূল নেতাকে টাকা নিতে দেখা গিয়েছিল। তৎকালীন তৃণমূল নেতা তথা বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। কিন্তু সোমবার তাঁকে গ্রেফতার করা হয়নি। সেই ঘটনায় সিবিআইয়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।
একইসুরে ম্যাথু বলেন, ‘আমার প্রশ্ন হল, শুভেন্দু অধিকারীর কী হল? উনিও আমার থেকে টাকা নিয়েছিলেন। সেটা রেকর্ড করা হয়েছিল। তা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছিল। তাঁর কী হল? সুবিচার সর্বত্র সমতার সঙ্গে যেতে হবে।’