বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > President Election: রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে এবার মমতাকে খোঁচা অমিত মালব্যর

President Election: রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে এবার মমতাকে খোঁচা অমিত মালব্যর

বিজেপি নেতা অমিত মালব্য

সম্প্রতি তৃণমূল নেত্রী তথা রাজ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দ্রৌপদী মুর্মুর নাম যদি আগে বিজেপির তরফে জানানো হয়ত তাহলে হয়ত তিনি ভেবে দেখতেন। বৃহত্তর স্বার্থের কথা ভেবে বিরোধীরাও হয়ত এই বিষয়ে সিদ্ধান্ত নিতেন।

এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে নিয়ে করা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা খোঁচা বিজেপি নেতা অমিত মালব্য। তৃণমূল নেত্রীকে নিশানা করতে গিয়ে দেউচা পাচামি কয়লা প্রকল্পের প্রসঙ্গও টেনে আনেন তিনি।

এই প্রসঙ্গে টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিজেপি নেতা অমিত মালব্য জানান, ‘‌দেউচা পাচামিতে অদিবাসীদের জমি অধিগ্রহণ করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থ চেষ্টা ও আদিবাসী মহিলাদের সঙ্গে ছবি তুলে তাঁদের মন জয়ের চেষ্টার পর তিনি হয়ত এখন বুঝতে পারছেন তাঁর আদিবাসী বিরোধী ও মহিলা বিরোধী অবস্থান মোটেও সমর্থন যোগ্য নয়। তাহলে কি তিনি ওয়াই এস (‌যশবন্ত সিনহা)‌ কে সরিয়ে নেবেন?‌’‌ এই টুইটের সঙ্গে ইংরাজিতে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের একটি পেপার কাটিংও জুড়ে দেওয়া হয়। সেই পেপার কাটিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা নিয়ে বক্তব্য ধরা পড়েছে।

উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল নেত্রী তথা রাজ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দ্রৌপদী মুর্মুর নাম যদি আগে বিজেপির তরফে জানানো হয়ত তাহলে হয়ত তিনি ভেবে দেখতেন। বৃহত্তর স্বার্থের কথা ভেবে বিরোধীরাও হয়ত এই বিষয়ে সিদ্ধান্ত নিতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্য প্রকাশ্যে আসার পর এবার বিজেপির তরফে প্রশ্ন তোলা হল, তাহলে কী এবারে তৃণমূল নেত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে তাঁর প্রস্তাবিত যশবন্ত সিনহাকে সরে দাঁড়াতে বলবেন। তবে এদিকে মমতার বক্তব্যকে নিয়ে বিরোধী শিবিরের মধ্যে কংগ্রেস ইতিমধ্যে তীর্যক মন্তব্য করা শুরু করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর মতে, মোদীর সঙ্গে সমঝোতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বন্ধ করুন