বাংলা নিউজ > বায়োস্কোপ > Rachana Banerjee: নিজে বেছে কিনলেন মাছ, সবজি, আরও কত কি! রচনা বলছেন, ‘আমি তিনদিন নিরামিষ খাই…’

Rachana Banerjee: নিজে বেছে কিনলেন মাছ, সবজি, আরও কত কি! রচনা বলছেন, ‘আমি তিনদিন নিরামিষ খাই…’

রচনার বাজারহাট

রচনার কথায়, তিনি সবজি বাজার করতে বেশ ভালোবাসেন, আর এখানে সবজিগুলো দারুণ ফ্রেশ। তিনি আলু, পটল, ঝিঙে, ফুলকপি কিনেছেন বলে জানান। এদিন এক দোকানদার ভালোবেসে কয়েকটা আমও ভরে দেন রচনার ব্যাগে, বললেন আবার আসবেন। রচনাও মাথা নেড়ে হ্যাঁ বললেন। তবে শুধুই সবজি নয়, তিনি মাছও কেনেন। 

রচনা, রচনা আর শুধুই রচনা। ভোটের মরশুমে এই মুহূর্তে আলোচনায় শুধু এই একটাই নাম। নিত্যদিনই প্রচারে বের হয়ে কোনও না কোনও কারণে চর্চায় থাকছেন হুগলির এই তারকাপ্রার্থী। বুধবার সকালে প্রচারে বের হওয়ার আগে বাজার করলেন রচনা বন্দ্যোপাধ্যায়।

এদিন সকাল সকাল চূঁচূড়ার সবজি বাজারে পৌঁছে যান রচনা বন্দ্যোপাধ্যায়। ব্য়াগভর্তি করে সবজি ও মাছ কিনতে দেখা যায় তাঁকে। তবে অভিনেত্রীর কথায়, এটা তাঁর জনসংযোগের অঙ্গ নয়। তিনি বাজার করতে ভালোবাসেন। রচনা বলেন, ‘আমি বাজার করতে ভালোবাসি। বাড়ি থাকলে বাজারটা নিজেই করি। তবে রান্নাটা মাসিই করেন।’

রচনার কথায়, তিনি সবজি বাজার করতে বেশ ভালোবাসেন, আর এখানে সবজিগুলো দারুণ ফ্রেশ। তিনি আলু, পটল, ঝিঙে, ফুলকপি কিনেছেন বলে জানান। এদিন এক দোকানদার ভালোবেসে কয়েকটা আমও ভরে দেন রচনার ব্যাগে, বললেন আবার আসবেন। রচনাও মাথা নেড়ে হ্যাঁ বললেন। তবে শুধুই সবজি নয়, তিনি মাছও কেনেন। জানান, চিংড়ি, কাতলা, মৌরলা মাছ কিনেছেন।  

তৃণমূলের তারকা প্রার্থী জানান, মাংসের থেকে মাছই তাঁর বেশি প্রিয়। সবজির মধ্যে ঢেঁড়স, মাছের মধ্যে চিংড়ি তাঁর বড়ই পছন্দের। তবে রচনা জানান, যেহেতু পূজা-পাঠে তাঁর মন রয়েছে তাই সপ্তাহে তিনদিন তিনি নিরামিষ খান।

এদিনও ‘দিদি নম্বর ১’ সঞ্চালিকা রচনাকে দেখতে ভিড় করেন বহু মানুষ। রচনার কথায় অবশ্য তিনিও সাধারণ মানুষ। তাই সাধারণের সঙ্গে মিশতে ভালোবাসেন। সবাই তাঁকে যে ভালোবাসা দিচ্ছে সেটাই তাঁর পরম পাওয়া। বলেন তিনি এদিন কাউকে না জানিয়েই বাজারে এসেছেন, তবে তারপরেও তাঁকে দেখতে বহু মানুষের ভিড়, এটাই তাঁর পাওয়া।

এদিকে এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে চুঁচুড়ার কাঠগোলায় বিশ্বকবির প্রতিকৃতিতে তিনি মাল্যদান করেন। সেখান থেকে চলে যান মল্লিক কাশেম হাটে। সেখানে খানিক জনসংযোগ করার পরই বাজার করতে যান রচনা বন্দ্যোপাধ্যায়। 

 

বায়োস্কোপ খবর

Latest News

লালবাগচার দর্শনে গিয়ে হেনস্থার শিকার অভিনেত্রী সিমরন! বললেন, ‘ধাক্কা দিয়ে…’ সংস্কারের পথে কালিম্পং-এর মর্গ্যান হাউস, পুরনো ঐতিহ্য বজায় থাকছে কি ধরনামঞ্চে হামলার চক্রান্ত, অডিয়ো ক্লিপের সূত্রে গ্রেফতার হলেন CPIM নেতা! পুজোর আগে চিন্তা দূর বাংলার বহু সরকারি কর্মীর, নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের অনুদান ফেরানো পুজো কমিটিগুলির ‘বন্ধু’ হতে চায় বিজেপি? প্রথম বলটা আত্মবিশ্বাসের সঙ্গে খেলবে- রোহিতের সেই কথা আজও ভোলেননি ধ্রুব জুরেল মেয়ের বয়সী তরুণীকে আটকে রেখে ২ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা রান্নাপুজোয় পাতে থাকবে না ইলিশ, মনখারাপ ছড়িয়েছে বাঙালির রান্নাঘরে ধেয়ে আসছে দুর্যোগের কালো মেঘ, কলকাতা থেকে মাত্র ১০০ কিমি দূরে গভীর নিম্নচাপ পুলিশ আমাকে ডেকেছিল, পুলিশই টাকা মিটিয়েছে, দাবি সেদিন শববাহী গাড়ির চালকের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.