ইতিমধ্যেই আবেদন পাঠানো শুরু হয়ে গিয়েছে। নিউ টাউনে HIG এবং MIG কো-অপারেটিভ হাউজিংয়ে ফ্ল্যাটবাড়ি পেয়ে যাবেন এই লটারির মাধ্যমে। প্রতিটি প্লটে চার থেকে ছয়টি কোটা সংরক্ষিত থাকছে পুলিশ-সহ রাজ্য কর্মচারীদের জন্য। টাইপ-1 আবাসন সংরক্ষিত রাখা হবে রাজ্য সরকারি কর্মীদের জন্য।
1/5কলকাতায় বিলাসবহুল ফ্ল্যাট চাই? সেক্ষেত্রে একটি বড় সুযোগ রয়েছে। সম্প্রতি ৫৪টি সমবায় আবাসিক প্লট বরাদ্দের জন্য লটারির ঘোষণা করেছে হিডকো(Hidco)। ToI সূত্রে মিলেছে এই খবর। প্রতীকী ছবি: রয়টার্স (Reuters)
2/5ইতিমধ্যেই আবেদন পাঠানো শুরু হয়ে গিয়েছে। নিউ টাউনে HIG এবং MIG কো-অপারেটিভ হাউজিংয়ে ফ্ল্যাটবাড়ি পেয়ে যাবেন এই লটারির মাধ্যমে।ফাইল ছবি: টুইটার (Reuters)
3/5প্রতিটি প্লটে চার থেকে ছয়টি কোটা সংরক্ষিত থাকছে পুলিশ-সহ রাজ্য কর্মচারীদের জন্য। টাইপ-1 আবাসন সংরক্ষিত রাখা হবে রাজ্য সরকারি কর্মীদের জন্য। ছবিটি প্রতীকী (সৌজন্য ফেসবুক) (Reuters)
4/5বাকিদের জন্য টাইপ-2। কর্নার প্লটের জন্য প্রযোজ্য লিজ প্রিমিয়ামের উপরে অতিরিক্ত ১০% চার্জ করা হবে। ফাইল ছবি: পিটিআই (Reuters)
5/5ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বা HIDCO একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। হিডকোর সদর দপ্তর নারকেলবাগান, নিউ টাউন। ফাইল ছবি: পিটিআই (Reuters)