চাপের মুখে পড়ে কি পিছু হটার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ? অন্তত এমনটাই ধারণা রাজনৈতিক মহলের।
গতকাল ঝাড়খণ্ডের গিরিডে ভোটপ্রচারে গিয়েছিলেন শাহ। সেখানে তিনি ফের আশ্বাস দেন, নাগরিকত্ব আইনের ফলে উত্তর-পূর্বের মানুষের পরিচয়, সংস্কৃতি, ভাষা, ও রাজনৈতিক অধিকারের উপর কোনও প্রভাব পড়বে না। শাহর কথায়, "তাঁদের (উত্তর-পূ্র্বের মানুষ) রক্ষা করার দায়িত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ।" শাহর অভিযোগ, কংগ্রেসের উস্কানিতে অসমে হিংসা ছড়িয়েছে।
তবে শুধু অসমে নয়, নাগরিকত্ব বিলের বিরুদ্ধে মেঘালয়েও বিক্ষোভ চলছে। এবিষয়ে আলোচনার জন্য গত শুক্রবার শাহর সঙ্গে দেখা করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। গতকাল সেই বৈঠক নিয়েও মুখ খোলেন শাহ। সেখানেই কিছুটা নরম হওয়ার ইঙ্গিত মেলে। তিনি বলেন, "মেঘালয়ে একটা সমস্যা রয়েছে বলে তাঁরা জানিয়েছেন। আমি ওঁদের বোঝানোর চেষ্টা করেছি, কোনও সমস্যা নেই। তবুও ওঁরা আমায় (নাগরিকত্ব আইনে) কিছু পরিবর্তন করার অনুরোধ জানিয়েছেন। বড়দিনের পর সময় পেলেই সাংমাজিকে আসতে বলেছি। মেঘালয়ের গঠনমূলক সমাধানের বিষয়ে চিন্তা করব আমরা। কারোর ভয় পাওয়ার কিছু নেই।"