সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলনে সামিল হয়েছিলেন। সেজন্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হল। এমনই দাবি করলেন অসমের এক বর্ষীয়ান সাংবাদিক।
আরও পড়ুন : 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়ায় তরুণীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা
দিনকয়েক আগে নোটিশ পান অসমের একটি জনপ্রিয় দৈনিক সংবাদপত্রের প্রাক্তন কার্যনির্বাহী সম্পাদক মনোজিৎ মোহান্ত। তাতে জানানো হয়, মনোজিতের বিরুদ্ধে তিনসুকিয়া জেলায় এফআইআর দায়ের হয়েছে। সেজন্য বৃহস্পতিবার তাঁকে গুয়াহাটির গীতানগর থানায় হাজিরা দিতে হবে।
আরও পড়ুন : ক্ষমা চাইব কেন?, 'আজাদি হাসিল' মন্তব্যের পর বললেন AIMIM নেতা ওয়ারিস পাঠান
মনোজিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সাতটি ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ডাকের ষড়যন্ত্র, অপরাধমূলক চক্রান্তের মতো ধারা তাঁর উপর চাপানো হয়েছে। মনোজিৎ বলেন, 'থানায় যাওয়ার পর জানতে পারি, তিনসুকিয়ার এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। গত মাসে তিনসুকিয়ার পানিতোলায় আমি সিএএ বিরোধী সভায় যোগ দিয়েছিলাম। আমি নিশ্চিত, এই (মামলা) সেটারই ফল।'
আরও পড়ুন : পিছু হটব না, CAA নিয়ে বললেন অনড় মোদী
উল্লেখ্য, সিএবি বিরোধী (তখনও বিল থাকায় সিএবি) আন্দোলনের জন্য গত বছর জানুয়ারিতে মনোজিতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু হয়েছিল। পরে অবশ্য গৌহাটি হাইকোর্টে তাঁকে পুরোপুরি মুক্ত করে দেয়।