ইতিমধ্যে নির্বাচিত কয়েকটি ঘরোয়া রুটের বুকিং শুরু করেছে এয়ার ইন্ডিয়া। সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে কেন্দ্রের তরফে জানানো হল, ঘরোয়া বা আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালুর বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুন : করোনা-কে জব্দ করবে ‘ফেলুদা’, জীবাণু রহস্যের সমাধান মাত্র কয়েক মিনিটে!
শনিবার ভারতের জাতীয় উড়ান সংস্থার তরফে জানানো হয়, আগামী ৪ মে থেকে নির্বাচিত কয়েকটি ঘরোয়া রুটের বুকিং শুরু হয়েছে। একইভাবে ১ জুন থেকে কয়েকটি নির্বাচিত আন্তর্জাতিক উড়ানের বুকিং চলছে। ফলে স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট দিন থেকে বাকি উড়ান পরিষেবাও চালু হবে বলে ধারণা করেছিলেন অনেকেই।
আরও পড়ুন : Lockdown 2.0-ফের আর্থিক প্যাকেজ দেওয়া হবে, বললেন নির্মলা, ২০ এপ্রিল খুলছে ৪৫% ব্যবসা
কিন্তু এয়ার ইন্ডিয়ার সেই ঘোষণার কিছুক্ষণ পরই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, লকডাউন পরিস্থিতিতে বন্ধ থাকা উড়ান পরিষেবা চালুর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। একটি টুইটবার্তায় তিনি বলেন, 'অসামরিক বিমান পরিবহন মন্ত্রক পরিষ্কার করে দিতে চায় যে ঘরোয়া বা আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালুর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তের পরই বিমান সংস্থাগুলিকে বুকিং চালু করার পরামর্শ দেওয়া হচ্ছে।'
কেন্দ্রের তরফে কিছুটা কড়া সুরে বলা হলেও এয়ার ইন্ডিয়ার অবশ্য এখনও বুকিং চালু রয়েছে। রবিবার সকাল পর্যন্ত জাতীয় উড়ান সংস্থার ওয়েবসাইটে গিয়ে আগামী ৪ মে'র ঘরোয়া উড়ানের টিকিট বুক করা যাচ্ছে।