বাংলা নিউজ > কর্মখালি > Best WB collegs as per NIRF 2023: বড় লাফ রহড়া রামকৃষ্ণ মিশনের, হতাশ করল বেলুড়, দেশের পঞ্চম সেরা কলেজ জেভিয়ার্স

Best WB collegs as per NIRF 2023: বড় লাফ রহড়া রামকৃষ্ণ মিশনের, হতাশ করল বেলুড়, দেশের পঞ্চম সেরা কলেজ জেভিয়ার্স

জেভিয়ার্স, রহড়া রামকৃষ্ণ মিশন ও বেলুড়। (প্রথম দুটি সংশ্লিষ্ট কলেজের সাইট থেকে প্রাপ্ত ও তৃতীয় ছবি সৌজন্যে ফেসবুক সুমিত রায়)

দেশের সেরা ১০০ কলেজের তালিকায় পশ্চিমবঙ্গের কলেজের সংখ্যা বেড়েছে। গতবার যেখানে সাতটি কলেজ ছিল, এবার সেখানে প্রথম একশোয় ঠাঁই পেয়েছে পশ্চিমবঙ্গের আটটি কলেজ। তারইমধ্যে হতাশ করেছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির।

দেশের সেরা কলেজের তালিকায় উত্থান হল কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের। উঠে এসেছে পঞ্চম স্থানে। একইভাবে একলাফে অষ্টম স্থানে উঠে এসেছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া)। তবে এবার পুরোপুরি হতাশ করেছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়)। যে কলেজ ২০২২ সালে নবম স্থানে ছিল, সেই কলেজ একধাক্কায় ১৫ নম্বরে নেমে গিয়েছে। তারইমধ্যে সার্বিকভাবে দেশের সেরা ১০০ কলেজের তালিকায় পশ্চিমবঙ্গের কলেজের সংখ্যা বেড়েছে। গতবার যেখানে সাতটি কলেজ ছিল, এবার সেখানে প্রথম একশোয় ঠাঁই পেয়েছে পশ্চিমবঙ্গের আটটি কলেজ।

সোমবার যে ‘ইন্ডিয়া র‌্যাঙ্কিং ২০২৩’ (ন্যাশনাল ইন্ডিয়ান র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা NIRF 2023) প্রকাশিত হয়েছে, তাতে দেশের প্রথম তিনটি সেরা কলেজের কোনও পরিবর্তন হয়নি। গতবারের মতো প্রথম তিনে আছে যথাক্রমে মিরান্ডা কলেজ, হিন্দু কলেজ এবং প্রেসিডেন্সিং কলেজ। লয়লা কলেজকে নামিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে পিএসজিআর কৃষ্ণাম্মাল কলেজ ফর উইমেনস। তারপরেই আছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। এবার জেভিয়ার্সের স্কোর দাঁড়িয়েছে ৭০.৮। যা গতবারের থেকে সামান্য ছিল (৬৯.৫৪)।

জেভিয়ার্স ছাড়াও প্রথম দশে আছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া)। ২০২২ সালে যে কলেজ ১৩ নম্বরে ছিল, তা এবার আট নম্বরে উঠে এসেছে। ৬৭.৫৬ থেকে স্কোর বেড়ে হয়েছে ৬৯.৫৩। তবে বড়সড় পতন হয়েছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের। গতবার যেখানে নয় নম্বরে ছিল, এবার সেখানে ১৫ নম্বরে নেমে গিয়েছে। স্কোরও অনেকটা কমেছে। গতবার যেখানে বেলুড়ের স্কোর ছিল ৬৯.২৪, এবার কমে ঠেকেছে ৬৭.৩৮-তে। আর ২০২১ সালের নিরিখে বিচার করলে তো আরও হতাশ হবে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। কারণ ২০২১ সালে পঞ্চম স্থানে ছিল বেলুড়। 

আরও পড়ুন: Ramakrishna Vivekananda Mission: ওড়িশার দুর্ঘটনায় অনাথ-দুঃস্থ শিশুদের দায়িত্ব নেবে রামকৃষ্ণ মিশন, লাগবে না টাকা

বেলুড়ের যখন অনেকটা পতন হয়েছে, তখন নিজের জায়গা ধরে রেখেছে রামকৃষ্ণ মিশন আবাসিক (নরেন্দ্রপুর)। ১৯ তম স্থানে আছে। তবে গতবারের থেকে স্কোর কমেছে। গতবার ৬৫.১৭ স্কোর পেয়েছিল, এবার সেটা কমে দাঁড়িয়েছে ৬৫.০৫। অর্থাৎ সার্বিকভাবে দেশের সেরা ২০ টি কলেজের মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি রামকৃষ্ণ মিশন আছে। পশ্চিমবঙ্গের মুখরক্ষাও করেছে।

দেশের সেরা ১০ টি কলেজে তালিকা

১) মিরান্ডা কলেজ, দিল্লি। 

২) হিন্দু কলেজ, দিল্লি। 

৩) প্রেসিডেন্সি কলেজ, চেন্নাই। 

৪) পিএসজিআর কৃষ্ণাম্মাল কলেজ ফর উইমেনস, কোয়েম্বাত্তুর। 

৫) সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। 

৬) আত্মারাম সনাতন ধর্ম কলেজ, নয়াদিল্লি। 

৭) লয়লা কলেজ, চেন্নাই। 

৮) রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া), কলকাতা। 

৯) কিরোরি মাল কলেজ, দিল্লি। 

১০) লেডি শ্রীরাম কলেজ ফর উইমেনস, দিল্লি।

আরও পড়ুন: Jadavpur University in NIRF 2023: দেশের চতুর্থ সেরা বিশ্ববিদ্যালয় যাদবপুর, বাজিমাত ইঞ্জিনিয়ারিংয়েও, ঢুকল প্রথম দশে

দেশের সেরা ১০০ কলেজে পশ্চিমবঙ্গে কলেজের অবস্থান?

৫) সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা।

৮) রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া), কলকাতা।

১৫) রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়), হাওড়া।

১৯) রামকৃষ্ণ মিশন আবাসিক (নরেন্দ্রপুর), কলকাতা।

৬৪) রাজা নরেন্দ্র লাল খান উইমেনস কলেজ, মেদিনীপুর (গতবার ৭৩ নম্বরে ছিল)।

৭৩) মেদিনীপুর কলেজ, মেদিনীপুর (গতবার ৯৭ নম্বরে ছিল)।

৭৮) বেথুন কলেজ, কলকাতা (গতবার ৭৪ নম্বরে ছিল)।

১০০) স্কটিশ চার্চ কলেজ, কলকাতা (নয়া অন্তর্ভুক্তি)।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

কর্মখালি খবর

Latest News

দলীপে পরপর উইকেট হারালেও বুক চিতিয়ে লড়লেন অভিমন্যু!দলের লজ্জা ঢাকলেন শতরানে… 'মানুষের মধ্যেই দেবতা খুঁজে পাই', ডাক্তারদের জন্য সিদ্ধ ডিম বিতরণ মহিলার ভর দুপুরে কলকাতায় ব্যস্ত রাস্তার পাশে পরিত্যক্ত ব্যাগে বিস্ফোরণ, উড়ে গেল হাত 'হাতটা ক্রমেই শরীরের নিচের দিকে…' অরিন্দম শীলের বিরুদ্ধে সরব আরও এক অভিনেত্রী 'ত্রিপলগুলো গুনে নেবেন', ডাক্তারদের কাছে মমতা যাওয়ার পরে বললেন ‘বং গাই’, শতরূপরা তাজমহলের প্রধান গম্বুজ ফুটো হয়ে জল পড়ছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল ‘ক্রিকেটে টাকার গন্ধ পেয়েছে, বুকিরা তাই ঢুকতে চাইছে’!আশঙ্কার কথা মার্শালের গলায়… বিপদ সঙ্কেত উপেক্ষা, রেলওয়ে আন্ডারপাসে সলিলসমাধি দুই ব্যাংক কর্মীর ছোট্ট 'দীপজ্যোতি'র সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটিতে মজল নেট দুনিয়া! ‘দিদি আপনাকে কুর্নিশ’,ডাক্তারদের ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রী যেতেই মমতা-বন্দনা দেবের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.