দেশের সেরা কলেজের তালিকায় উত্থান হল কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের। উঠে এসেছে পঞ্চম স্থানে। একইভাবে একলাফে অষ্টম স্থানে উঠে এসেছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া)। তবে এবার পুরোপুরি হতাশ করেছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়)। যে কলেজ ২০২২ সালে নবম স্থানে ছিল, সেই কলেজ একধাক্কায় ১৫ নম্বরে নেমে গিয়েছে। তারইমধ্যে সার্বিকভাবে দেশের সেরা ১০০ কলেজের তালিকায় পশ্চিমবঙ্গের কলেজের সংখ্যা বেড়েছে। গতবার যেখানে সাতটি কলেজ ছিল, এবার সেখানে প্রথম একশোয় ঠাঁই পেয়েছে পশ্চিমবঙ্গের আটটি কলেজ।
সোমবার যে ‘ইন্ডিয়া র্যাঙ্কিং ২০২৩’ (ন্যাশনাল ইন্ডিয়ান র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা NIRF 2023) প্রকাশিত হয়েছে, তাতে দেশের প্রথম তিনটি সেরা কলেজের কোনও পরিবর্তন হয়নি। গতবারের মতো প্রথম তিনে আছে যথাক্রমে মিরান্ডা কলেজ, হিন্দু কলেজ এবং প্রেসিডেন্সিং কলেজ। লয়লা কলেজকে নামিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে পিএসজিআর কৃষ্ণাম্মাল কলেজ ফর উইমেনস। তারপরেই আছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। এবার জেভিয়ার্সের স্কোর দাঁড়িয়েছে ৭০.৮। যা গতবারের থেকে সামান্য ছিল (৬৯.৫৪)।
জেভিয়ার্স ছাড়াও প্রথম দশে আছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া)। ২০২২ সালে যে কলেজ ১৩ নম্বরে ছিল, তা এবার আট নম্বরে উঠে এসেছে। ৬৭.৫৬ থেকে স্কোর বেড়ে হয়েছে ৬৯.৫৩। তবে বড়সড় পতন হয়েছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের। গতবার যেখানে নয় নম্বরে ছিল, এবার সেখানে ১৫ নম্বরে নেমে গিয়েছে। স্কোরও অনেকটা কমেছে। গতবার যেখানে বেলুড়ের স্কোর ছিল ৬৯.২৪, এবার কমে ঠেকেছে ৬৭.৩৮-তে। আর ২০২১ সালের নিরিখে বিচার করলে তো আরও হতাশ হবে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। কারণ ২০২১ সালে পঞ্চম স্থানে ছিল বেলুড়।
বেলুড়ের যখন অনেকটা পতন হয়েছে, তখন নিজের জায়গা ধরে রেখেছে রামকৃষ্ণ মিশন আবাসিক (নরেন্দ্রপুর)। ১৯ তম স্থানে আছে। তবে গতবারের থেকে স্কোর কমেছে। গতবার ৬৫.১৭ স্কোর পেয়েছিল, এবার সেটা কমে দাঁড়িয়েছে ৬৫.০৫। অর্থাৎ সার্বিকভাবে দেশের সেরা ২০ টি কলেজের মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি রামকৃষ্ণ মিশন আছে। পশ্চিমবঙ্গের মুখরক্ষাও করেছে।
দেশের সেরা ১০ টি কলেজে তালিকা
১) মিরান্ডা কলেজ, দিল্লি।
২) হিন্দু কলেজ, দিল্লি।
৩) প্রেসিডেন্সি কলেজ, চেন্নাই।
৪) পিএসজিআর কৃষ্ণাম্মাল কলেজ ফর উইমেনস, কোয়েম্বাত্তুর।
৫) সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা।
৬) আত্মারাম সনাতন ধর্ম কলেজ, নয়াদিল্লি।
৭) লয়লা কলেজ, চেন্নাই।
৮) রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া), কলকাতা।
৯) কিরোরি মাল কলেজ, দিল্লি।
১০) লেডি শ্রীরাম কলেজ ফর উইমেনস, দিল্লি।
দেশের সেরা ১০০ কলেজে পশ্চিমবঙ্গে কলেজের অবস্থান?
৫) সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা।
৮) রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া), কলকাতা।
১৫) রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়), হাওড়া।
১৯) রামকৃষ্ণ মিশন আবাসিক (নরেন্দ্রপুর), কলকাতা।
৬৪) রাজা নরেন্দ্র লাল খান উইমেনস কলেজ, মেদিনীপুর (গতবার ৭৩ নম্বরে ছিল)।
৭৩) মেদিনীপুর কলেজ, মেদিনীপুর (গতবার ৯৭ নম্বরে ছিল)।
৭৮) বেথুন কলেজ, কলকাতা (গতবার ৭৪ নম্বরে ছিল)।
১০০) স্কটিশ চার্চ কলেজ, কলকাতা (নয়া অন্তর্ভুক্তি)।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)