একটি লিঙ্কডইন পোস্টে শান্তনু দেশপাণ্ডে বলেন, প্রথম ৫-৬ বছরে ফ্রেশারদের দিনে ১৮ ঘণ্টা করে কাজ করার অভ্যাসের করা উচিত্।
1/5বম্বে শেভিং কোম্পানির CEO-র মন্তব্যে তুঙ্গে বিতর্ক। সংস্থার কর্তা শান্তনু দেশপাণ্ডের এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এই সমালোচনার সূত্রপাত। দিনে ১৮ ঘণ্টা কাজ করার বিষয়ে উত্সাহিত করেছেন তিনি। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (Twitter)
2/5একটি লিঙ্কডইন পোস্টে শান্তনু দেশপাণ্ডে বলেন, প্রথম ৫-৬ বছরে ফ্রেশারদের দিনে ১৮ ঘণ্টা করে কাজ করার অভ্যাসের করা উচিত্। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (Twitter)
3/5অল্পবয়সী পেশাদারদের প্রতি কটাক্ষ করে তিনি বলেন, কর্মজীবন, পরিবার এবং শখের মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়টি বড্ড তাড়াতাড়ি করে ভেবে ফেলছি। ছবি- লিঙ্কডইন (Twitter)
4/5বোম্বে শেভিং কোম্পানির সিইও-র এই মন্তব্যে বেজায় চটেছেন লিঙ্কডইন ব্যবহারকারীরা। তাঁর এই মন্তব্যকে 'অগ্রহণযোগ্য ' বলেছেন তাঁরা। ছবি- টুইটার (Twitter)
5/5তবে অনেকে বলেছেন, প্রথম ৫-৬ বছর দিনে ১৮ ঘণ্টা কাজ করলে বাকি জীবনটা অনেক সহজ হয়ে যায়। আবার অনেকে বলেছেন, এভাবে নিজের অল্প বয়সটা একটি সংস্থায় দান করা বোকামি। এ বিষয়ে আপনার কী মত? ছবি : ইনস্টাগ্রাম (Twitter)