পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড আজ ২০২৩ সালের জয়েন্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। যে প্রার্থীরা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় অংশ নেবেন তারা WBJEEB-এর অফিসিয়াল সাইট - wbjeeb.nic.in -এ গিয়ে সেখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার কোর্সে ভরতির জন্য হবে এই জয়েন্ট পরীক্ষা। (এখান থেকে সরাসরি ডাউনলোড করুন জয়েন্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড)
ওয়েবসাইটে দেওয়া সময়সূচী অনুযায়ী, ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড। এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ৩০ এপ্রিলে অনুষ্ঠিত হবে। রাজ্য জুড়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে তা অনুষ্ঠিত হবে। পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। প্রথম পত্রের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় পত্রের পরীক্ষা দুপুর ২টো থেকে বিকাল ৪টে পর্যন্ত অনুষ্ঠিত হবে। উত্তরের 'কি' এবং ফলাফল সংক্রান্ত বিশদ বিবরণ পরবর্তী সময়ে বোর্ডের দ্বারা প্রকাশিত করা হবে। এই সম্পর্কিত আরও বিশদ তথ্যের জন্য প্রার্থীরা WBJEEB-এর অফিসিয়াল সাইট চেক করতে পারেন। উল্লেখ্য, গতবার (WBJEE 2022) ৩০ এপ্রিল জয়েন্ট পরীক্ষা হয়েছিল। তারপর ১৭ জুন রেজাল্ট প্রকাশিত হয়েছিল।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে আজ থেকেই নামবে বৃষ্টি, তবে বজায় থাকবে তাপপ্রবাহও, জারি লাল সতর্কতা
অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন?
১) পরীক্ষার্থীদের প্রথমে wbjeeb.nic.in ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর ওয়েবসাইটের হোমপেজে ‘WBJEE 2023’ পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এবার লগ ইন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে।
৪) এরপর স্ক্রিনে অ্যাডমিট কার্ডটি দেখতে পাবেন।
৫) এটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিতে হবে।