বাংলা নিউজ > কর্মখালি > Lokenath Debnath passes away: প্রয়াত গণিতজ্ঞ লোকনাথ দেবনাথ, বিশ্বের একাধিক সেরা প্রতিষ্ঠানে পড়ানো হয় তাঁর বই

Lokenath Debnath passes away: প্রয়াত গণিতজ্ঞ লোকনাথ দেবনাথ, বিশ্বের একাধিক সেরা প্রতিষ্ঠানে পড়ানো হয় তাঁর বই

লোকনাথ দেবনাথ। (ফাইল ছবি, সৌজন্যে East Carolina University এবং ইউটিউব University of Texas-Pan American)

Mathematician Lokenath Debnath passes away: প্রখ্যাত গণিতজ্ঞ লোকনাথ দেবনাথ প্রয়ত হলেন। যে বিশিষ্ট গণিতজ্ঞের বই বিশ্বের একাধিক প্রথমসারির শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয়। যে তালিকায় আছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ম্যাসচুয়েটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) মতো শিক্ষা প্রতিষ্ঠান।

প্রয়াত হলেন প্রখ্যাত গণিতজ্ঞ লোকনাথ দেবনাথ। গত বৃহস্পতিবার (২ মার্চ) আমেরিকার টেক্সাসে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। যে বিশিষ্ট গণিতজ্ঞের বই বিশ্বের একাধিক প্রথমসারির শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয়। যে তালিকায় আছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ম্যাসচুয়েটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) মতো শিক্ষা প্রতিষ্ঠান।

শিক্ষাগত কেরিয়ার

১৯৩৫ সালে অধুনা বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন লোকনাথবাবু। পরবর্তীতে ভিটেমাটি ছেড়ে পরিবারের সঙ্গে পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন। জীবনে শত প্রতিকূলতা সত্ত্বেও ছেলেবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনটি বিষয় নিয়ে (অঙ্ক, ভৌতবিজ্ঞান এবং রসায়ন) স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করেছিলেন লোকনাথবাবু। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই ১৯৫৬ সালে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছিলেন। ১৯৬৫ সালে পিএইচডি করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই। তারইমধ্যে কমনওয়েলথ ফেলোশিপ পেয়ে ব্রিটেনে পড়াশোনা করতে চলে গিয়েছিলেন। ১৯৬৭ সালে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে ফলিত গণিতে পিএইচডি সম্পূর্ণ করেছিলেন।

শিক্ষকতা জীবন

লন্ডন থেকে পিএইচডি সম্পূর্ণ করে আমেরিকার নর্থ ক্যারোলিনার ইস্ট ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের অঙ্ক এবং ভৌতবিজ্ঞান বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ শুরু করেছিলেন লোকনাথবাবু। এক বছরের মধ্যে ওই বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হয়ে গিয়েছিলেন। ১৯৮৩ সালে অরল্যান্ডোয় সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে গণিতের ‘চেয়ার’ হিসেবে নিযুক্ত হয়েছিলেন। ২০০১ সালে ইউনিভার্সিটি অফ টেক্সাস প্যান আমেরিকানে গণিতের ‘চেয়ার’ হয়েছিলেন লোকনাথবাবু।

তারইমধ্যে ১৯৭৮ সালে বিখ্যাত জার্নাল 'ইন্টারন্যাশনাল জার্নাল অফ ম্যাথমেটিক্স অ্যান্ড ম্যাথমেটিকাল সায়েন্স' প্রকাশ করেছিলেন লোকনাথবাবু। সেই তখন থেকে ২০০৭ সাল পর্যন্ত ওই বিখ্যাত জার্নালের প্রধান সম্পাদক ছিলেন। তবে ২০১৮ সাল পর্যন্ত সক্রিয়ভাবে শিক্ষকতা চালিয়ে গিয়েছিলেন। ২০১৮ সালে যখন সক্রিয় শিক্ষকতা জীবন থেকে অবসর গ্রহণ করেছিলেন, তখন লোকনাথবাবুর বয়স ছিল ৮৩। তারপর ২০১৯ সালে টেক্সাসে থাকতে শুরু করেছিলেন লোকনাথবাবু। যিনি নিজের দীর্ঘ জীবনে একাধিক পুরস্কার পেয়েছিলেন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন