বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা অব্যহত। বিশ্ব অর্থনীতির দৈন্য দশার মাঝে ছোট থেকে মাঝারি বহু সংস্থাতেই চাকরি হারাচ্ছেন কর্মীরা, এবার সেই তালিকায় নাম লেখালো গুগলের পেরেন্ট সংস্থা অ্যালফাবেট। অ্যালফাবেট তার বিশ্বব্যাপী নিয়োগকারী দল থেকে শতাধিক কর্মীকে ছাঁটাই করল সম্প্রতি। টেক জায়েন্ট কোম্পানিটি ধারাবাহিক ভাবে নিয়োগের ধারা অব্যহত রেখেছে এই অর্থনৈতিক বর্ষেও।
সার্বিক ভাবে কোম্পানির ব্যয় সংকোচনের জন্য এই সিদ্ধান্ত। তবে অ্যালফাবেট কোম্পানির শতাধিক কর্মচারীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটি বৃহৎ স্কেলে কর্মী ছাঁটাইয়ের অংশ নয় বলে সূত্রের খবর। এমনকি নিয়োগকারী দল থেকে ছাঁটাই হওয়া কর্মীরা কোম্পানিতে অন্য কোনও ভূমিকায় অবতীর্ণ হতে পারবে বলেই সূত্রের খবর। এখন দেখার শতাধিক কর্মীর জন্য ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে আছে। তারা তাদের পুরোনো কোম্পানিতেই নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে নাকি অন্য পথ দেখতে হবে তাদের, তা সময়ই বলবে।
প্রসঙ্গত, অ্যালফাবেট ইনকর্পোরেটেড একটি মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। এটির সদর দফতর ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে অবস্থিত। ২০১৫ সালের ২ অক্টোবর গুগল পুনর্গঠনের মাধ্যমে তৈরি হওয়ার সময় এই কোম্পানিটি গুগলের পেরেন্ট বা মূল কোম্পানি হিসেবে স্বীকৃতি পায়। উল্লেখ্য গুগলের দুই সহ-প্রতিষ্ঠাতা অ্যালফাবেটের শেয়ারহোল্ডার, বোর্ড সদস্য এবং কর্মচারীদের নিয়ন্ত্রণকারী হিসেবে আজও কাজ করছেন। অ্যালফাবেট কোম্পানিটি রাজস্বের দিক থেকে বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম প্রযুক্তি কোম্পানি হিসেবেও স্বীকৃতি পেয়েছে। বর্তমান প্রযুক্তি মানচিত্রেও অন্যতম নিয়ন্ত্রণ এই সংস্থাটি।
ক্যালিফোর্নিয়া-ভিত্তিক অ্যালফাবেট টেক জায়েন্ট কোম্পানিটি জানুয়ারিতে প্রায় ১২ হাজার কর্মচারী ছাঁটাই করে, যা কোম্পানির মোট কর্মী সংখ্যার ৬ শতাংশ। সংবাদ সংস্থাগুলির প্রতিবেদন অনুসারে, অগস্ট মাসে আমেরিকা জুড়ে কর্মী ছাঁটাইয়ের হার জুলাই মাসের তুলনায় তিন গুণ এবং গত বছরের তুলনায় প্রায় চার গুণ। এখন দেখার কবে বেকারত্ব, কর্মী ছাঁটাইতে লাগাম টানা যায়। বিশ্ব বিখ্যাত সংস্থাগুলিতেও লাগাতার কর্মী ছাঁটাইয়ের ধারাবাহিক ঘটনায় আশঙ্কায় জনসাধারণ।