বাংলা নিউজ > কর্মখালি > ঘোষণা হল IBPS PO 2020 প্রিলিমিনারি ও মেন পরীক্ষার দিন, জানুন আবেদনের পদ্ধতি

ঘোষণা হল IBPS PO 2020 প্রিলিমিনারি ও মেন পরীক্ষার দিন, জানুন আবেদনের পদ্ধতি

শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।

৫ অগস্ট থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া৷ ২৬ অগস্টের মধ্যে www.ibps.in ওয়েবসাইটে আবেদন জানানো যাবে৷

আইবিপিএস পিও ২০২০ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকসন (IBPS)৷ মোট ১,১৬৭টি শূন্যপদ ঘোষণা করা হয়েছে৷ ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে৷ ৫ অগস্ট, অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া৷ ২৬ অগস্টের মধ্যে  www.ibps.in ওয়েবসাইটে আবেদন জানানো যাবে৷ 

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, আইবিপিএস পিও প্রিলিমিনারি পরীক্ষা হবে ৩, ১০ এবং ১১ অক্টোবর৷ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী নভেম্বর মাসে ৷ আইবিপিএস পিও মেন পরীক্ষা হবে ২৮ নভেম্বর৷ মেন পরীক্ষার ফল প্রকাশিত হবে ডিসেম্বর মাসে৷ আগামী বছর অর্থাৎ ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে বাছাই করা প্রার্থীদের৷ 

কারা আবেদন করতে পারবেন :

আইবিপিএস পিও পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে৷ ০২.০৮.১৯৯০ এর আগে এবং ০২.০৮.২০০০ এর পরে জন্ম তারিখ হলে আবেদন করা যাবে না৷ আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে৷ মার্কশিট এবং ডিগ্রি সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে৷ 

গুরুত্বপূর্ণ তারিখ : 

* অনলাইন রেজিস্ট্রেশনের তারিখ ৫ অগস্ট থেকে ২৬ অগস্ট৷ এই সময়ের মধ্যেই এডিট/মডিফিকেশন করা যাবে৷  

* আবেদনের ফি জমা দিতে হবে ৫ থেকে ২৬ অগস্টের মধ্যে৷ 

* প্রলিমিনারি এগজাম ট্রেনিং-এর জন্য কল লেটার ডাউনলোড করা যাবে সেপ্টেম্বর মাসে৷ 

* অনলাইন প্রলিমিনারি পরীক্ষার জন্য কল লেটার ডাউনলোড করা যাবে অক্টোবর ২০২০ থেকে৷

* অনলাইন মেন পরীক্ষা হবে ২৮ নভেম্বর৷ 

* মেন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে ডিসেম্বর ২০২০৷ 

* ইন্টারভিউয়ের জন্য কললেটার ডাউনলোড করতে হবে জানুয়ারি ২০২১৷

* প্রভিশনাল অ্যালটমেন্ট এপ্রিল ২০২১৷

কী ভাবে আবেদন করতে হবে :

• প্রার্থীরা শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে পারবেন৷ অন্য কোনও পদ্ধতিতে আবেদন করা যাবে না৷ 

*. আবেদন করার জন্য প্রথমে আইবিপিএস-এর অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in-এ যেতে হবে৷ 

* এর পর “CWE PO/MT" লিঙ্কে ক্লিক করতে হবে৷

* এর পর সিডব্লিউই-প্রবিশনারি অফিসার্স/ ম্যানেজমেন্ট ট্রেনিস এর উপর ক্লিক করতে হবে৷ 

* রেজিস্টার করার জন্য ‘ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন’-এর উপর ক্লিক করতে হবে৷ ক্লিক করার পর বেসিক তথ্য দিতে হবে৷ 

* এর পর প্রভিশনাল রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড জেনারেট হবে৷

* প্রভিশনাল রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ডটি লিখে রাখুন৷

* প্রভিশনাল রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়েই সেভ করা ডাটা পুনরায় খোলা যাবে৷ 

* ছবি, স্বাক্ষর, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এবং বিজ্ঞপ্তি অনুযায়ী হাতে লেখা ডিক্লারেশন আপলোড করতে হবে৷ 

* এরপর ‘সেভ অ্যান্ড নেক্সট’ –এ ক্লিক করুন৷

* সবশেষ ‘ফাইনাল সাবমিট’ বোতামে ক্লিক করুন৷ 

বন্ধ করুন