বাংলা নিউজ > কর্মখালি > IIM কলকাতার অনলাইন MBA প্রোগ্রাম শুরু হচ্ছে ১০ অগস্ট থেকে

IIM কলকাতার অনলাইন MBA প্রোগ্রাম শুরু হচ্ছে ১০ অগস্ট থেকে

১০ অগস্ট থেকে ২০২০-২০২২ শিক্ষাবর্ষের ২ বছরের MBA প্রোগ্রাম অনলাইন শুরু করছে IIM ক্যালকাটা।

দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের অনলাইন ক্লাস শুরু হবে ৩ অগস্ট থেকে।

১০ অগস্ট থেকে ২০২০-২০২২ শিক্ষাবর্ষের দু বছরের MBA প্রোগ্রাম অনলাইনে শুরু করার কথা ঘোষণা করল IIM ক্যালকাটা। দেশ জুড়ে প্রায় ৪৮০ জন শিক্ষার্থী এই ভার্চুয়াল ক্লাসে অংশ নেবেন। দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের অনলাইন ক্লাস শুরু হবে ৩ অগস্ট থেকে।

করোনা সংকটের কারণে অনলাইন ইন্টারভিউয়ের আয়োজন করেছে IIM ক্যালকাটা। অতিমারী পরিস্থিতিতে অনলাইনে লিখিত পরীক্ষা নেওয়া হলে তাতে স্বচ্ছতার অভাব থাকার আশঙ্কা ছিল।

অপারেশন ম্যানেজমেন্ট গ্রুপের অধ্যাপক পীযূষ মেহতা জানিয়েছেন, শিক্ষার্থীদের অনলাইনে ই ক্লাসরুমের অনুভূতি দিতে বিশেষ প্রযুক্তির ব্যবস্থা নেওয়া হয়েছে।

যে সব শিক্ষার্থীর ইন্টারনেট সমস্যা আছে তাদের বিশেষ সহায়তা দেবে IIM-C। এ ছাড়া ক্লাস কোনও কারণে করতে না পারলে শিক্ষার্থীদের কাছে ক্লাসের রেকর্ডিং পৌঁছে দেওয়া, ইন্সট্রাক্টরদের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা, অতিরিক্ত টিউটোরিয়ালের বন্দোবস্ত করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে।

প্রতিষ্ঠানের ডিরেক্টর অধ্যাপক অঞ্জু শেঠ বলেছেন, করোনা চ্যালেঞ্জ অতিক্রম করে অনলাইনে উন্নত মানের শিক্ষা দেওয়া হবে নতুন ব্যাচকে।

বন্ধ করুন