ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট ২০২০-র বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ৷ ওড়িশা এবং তামিলনাড়ু সার্কেলে গ্রামীণ ডাক সেবক পদে প্রচুর লোক নিয়োগ করা হবে৷ ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে তাঁদের আবেদন করতে পারবেন৷ আবেদন করতে হবে indiapost.gov.in. এই ওয়াবসাইটে৷
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে ৷ চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত৷
শূন্যপদের বিবরণ-
মোট শূন্যপদ ৫,২২২টি।
* ওড়িশা সার্কেল, সাইকেল III – ২০৬০টি শূন্য পদ।
* তামিলনাড়ু সার্কেল, সাইকেল III – ৩১৬২টি শূন্য পদ।
পদের বিবরণ-
* ব্রাঞ্চ পোস্ট মাস্টার (বিপিএম)
* অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার (এবিপিএম)
* ডাক সেবক
বয়স সীমা:
ইন্ডিয়া পোস্ট জিডিএস ২০২০ পরীক্ষায় বসার জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা-
প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে৷ যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে৷ যাঁরা প্রথম প্রচেষ্টাতেই মাধ্যমিক পাশ করেছেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে৷
বেসিক কম্পিউটার ট্রেনিং- ডিজিএস-এর প্রতিটি বিভাগের জন্য ৬০ দিনের কম্পিউটারের বিসিক ট্রেনিং কোর্স সার্টিফিকেট থাকা আবশ্যক৷ কেন্দ্রীয় সরকার/ রাজ্য সরকার/ বিশ্ববিদ্যালয়/ বোর্ড/ প্রাইভেট ইনস্টিটিউশন থেকে কম্পিউটারের বেসিক কোর্স করতে হবে৷
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা স্নাতক স্তরে বিষয় হিসাবে কোনও প্রার্থী কম্পিউটার নিয়ে থাকলে, বেসিক কোর্সের সার্টিফিকেট লাগবে না৷