বাংলা নিউজ > কর্মখালি > India Post Office Jobs 2020: ক্লাস ১০ পাসে ভারতীয় পোস্টে চাকরির সুযোগ, শূন্যপদ ২,৮৩৪

India Post Office Jobs 2020: ক্লাস ১০ পাসে ভারতীয় পোস্টে চাকরির সুযোগ, শূন্যপদ ২,৮৩৪

ক্লাস ১০ পাশে ভারতীয় পোস্টে চাকরির সুযোগ (ছবিটি প্রতীকী, সৌজন্য টুইটার)

শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। দ্রুত আবেদন করুন।

মধ্যপ্রদেশ পোস্টাল সার্কেলে ২,৮৩৪ টি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা appost.in বা appost.in/gdsonline লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তি দেখতে পারবেন। অনলাইনেই আবেদন করতে হবে। কোনও লিখিত পরীক্ষা হবে না। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। শুধু দশম শ্রেণি পর্যন্ত প্রাপ্ত নম্বর বিবেচিত হবে। তার বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলেও তা বিচার করা হবে না। ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিসট্যান্ট ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার ও ডাক সেবক পদে নিয়োগ হবে।

বয়স :

৭ জুন, ২০২০ অনুযায়ী ১৮-৪০ বছর (অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে)। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় দেওয়া হয়েছে। 

SC/ST প্রার্থীরা বয়সের সর্বোচ্চ সীমায় পাঁচ বছরের ছাড় পাবেন। ওবিসি প্রার্থীদের বয়সের সর্বোচ্চ সীমায় তিন বছরের ছাড় দেওয়া হয়েছে। বিশেষভাবে সক্ষম প্রার্থীরা বয়সের সর্বোচ্চ সীমায় ১০ বছরের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা : 

১) স্বীকৃত যে কোনও বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করতে হবে। 

২) হিন্দি ভাষার জ্ঞান থাকতে হবে।

টেকনিক্যাল যোগ্যতা : 

১) স্বীকৃত বোর্ড থেকে ৬০ দিনের বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্সের সার্টিফিকেট। 

২) যে প্রার্থীদের দশম, দ্বাদশ বা পরবর্তী সময়ে পড়াশোনায় কম্পিউটার বিষয় ছিল, তাঁদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে না।

বেতন :

১) গ্রামীণ ডাক সেবক ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার : ১২,০০০-১৪,৫০০ টাকা। 

২) গ্রামীণ ডাক সেবক অ্যাসিসট্যান্ট ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার : ১০,০০০-১২,০০০ টাকা।

আবেদন প্রক্রিয়া :

১) https://indiapost.gov.in/ বা http://www.appost.in/gdsonline/-তে গিয়ে রেজিস্ট্রেশন করুন।

২) অনলাইনে আবেদন ফি জমা দিন। অফলাইনেও ফি জমা দেওয়া যাবে। তবে তা শুধুমাত্র হেড পোস্ট অফিসে।

৩) 'Apply Online' ক্লিক করুন।

৪) প্রয়োজনীয় নথি আপলোড করুন।

৫) নিজের পছন্দের ডাকঘর নির্বাচন করুন।

৬) অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করুন।

বন্ধ করুন