বৃহস্পতিবার সংস্থা বার্ষিক আয় ও মুনাফার পূর্বাভাস ... more
বৃহস্পতিবার সংস্থা বার্ষিক আয় ও মুনাফার পূর্বাভাস হ্রাস করেছে সংস্থা। সম্ভবত সেই কারণেই খরচে কাটছাঁট করতে চাইছে তারা।
1/5Accenture থেকে কাজ হারাতে চলেছেন প্রায় ১৯,০০০ কর্মী। বিশ্বের অন্যতম বড় এই IT সংস্থা বহু ভারতীয় ইঞ্জিনিয়ারের রুজিরুটি। কিন্তু বর্তমান বিশ্বজুড়ে প্রযুক্তি ক্ষেত্রে মন্দার আবহে ছাঁটাইয়ের শিকার হবেন এই কর্মীরা। ফাইল ছবি: ব্লুমবার্গ (Bloomberg)
2/5বৃহস্পতিবার সংস্থা বার্ষিক আয় ও মুনাফার পূর্বাভাস হ্রাস করেছে সংস্থা। সম্ভবত সেই কারণেই খরচে কাটছাঁট করতে চাইছে তারা। ফাইল ছবি: রয়টার্স (Bloomberg)
3/5আসলে কোভিড পরিস্থিতিতে বিশ্বজুড়ে IT ক্ষেত্রে 'বুম' হয়েছিল। সেই সময়ে ডিজিটালাইজেশনের গতি বেড়েছিল। স্বাভাবিকভাবেই আইটি কর্মীদের চাকরি, বেতন লাফিয়ে-লাফিয়ে বেড়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Bloomberg)
4/5কিন্তু কোভিডের পরবর্তী সময়ে পরিস্থিতি ফের কিছুটা স্বাভাবিক হয়ে গিয়েছে। আগের মতো সেই বৃদ্ধির হার আর নেই। এদিকে আগে থেকে মোটা টাকা বিনিয়োগ করে রেখেছে সংস্থাগুলি। ফাইল ছবি: এএফপি (Bloomberg)
5/5আইটিতে অন্যতম বড় খরচ হল কর্মীদের বেতন প্রদান করা। এদিকে এই মন্দার আবহে সেই কর্মী ছাঁটাই করে বেতনবাবদ খরচ কমাতে চাইছে সংস্থাগুলি। তাছাড়া এত কর্মীদের কাজে লাগানোর মতো পর্যাপ্ত প্রকল্পও নেই সব সংস্থার কাছে। ফাইল ছবি: রয়টার্স (Bloomberg)