গত মাসেই নতুন স্থায়ী CEO হিসাবে যোগ দিয়েছিলেন মার... more
গত মাসেই নতুন স্থায়ী CEO হিসাবে যোগ দিয়েছিলেন মার্গারিটা ডেলা ভ্যালে। মঙ্গলবার সংস্থার জন্য একগুচ্ছ নয়া সিদ্ধান্তের বিষয়ে জানান তিনি। মার্গারিটা বলেন, 'ভোডাফোনে আবশ্যিক কিছু পরিবর্তন আনতে হবে।'
1/52023 Layoffs: আগামী ৩ বছরে ১১,০০০ কর্মী সংখ্যা হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে ভোডাফোন। এমনটাই জানিয়েছেন, টেলিকম জায়ান্টের CEO মার্গারিটা ডেলা ভ্যালে। চলতি অর্থবর্ষে যত্সামান্য বা একেবারে শূন্য আর্থিক বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন তিনি। ফাইল ছবি: ব্লুমবার্গ (Reuters)
2/5গত মাসেই নতুন স্থায়ী CEO হিসাবে যোগ দিয়েছিলেন মার্গারিটা ডেলা ভ্যালে। মঙ্গলবার সংস্থার জন্য একগুচ্ছ নয়া সিদ্ধান্তের বিষয়ে জানান তিনি। মার্গারিটা বলেন, 'ভোডাফোনকে অবশ্যই কিছু পরিবর্তন আনতে হবে।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (Reuters)
3/5ভোডাফোনের লেটেস্ট বার্ষিক রিপোর্ট অনুযায়ী, সংস্থায় প্রায় ১,০৪,০০০ জন ব্যক্তি কাজ করেন। 'গ্রাহক টানা, কাজের প্রক্রিয়া সহজ রাখা এবং বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা আমাদের সংগঠনের কাজের প্রক্রিয়া আরও সরল করব,' জানালেন সিইও। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই) (Reuters)
4/5তিনি বলেন, 'আমাদের পারফরম্যান্স যথেষ্ট ভাল হয়নি। ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্সের জন্য ভোডাফোনকে কিছু পরিবর্তন করতে হবে।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
5/5ভোডাফোন সম্প্রতি বেশ কয়েকটি বড় বাজারে কর্মী সংখ্যা হ্রাস করেছে। চলতি বছরের শুরুতে ইতালিতে ১,০০০ কর্মী কমিয়েছে সংস্থা। একটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, জার্মানিতে প্রায় ১,৩০০ কর্মী কমানোর পরিকল্পনা গ্রহণ করেছে ভোডাফোন। ফাইল ছবি: রয়টার্স (Reuters)