প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট সোমবার একটি নোটিশ জারি করেছে। রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও সাব ইনসপেক্টর নিয়োগ সংক্রান্ত ব্যাপারে একটা বিজ্ঞাপন বেরিয়েছিল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নাম করে ওই বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। তবে পিআইবির ফ্য়াক্ট চেক ইউনিট কার্যত প্রমাণ করে দিয়েছে, এই বিজ্ঞাপনটি পুরো ভুয়ো। রীতিমতো ফ্যাক্ট চেক করে পিআইবি গোটা বিষয়টি জানিয়েছে।
পিআইবি টুইট করে জানিয়ে দিয়েছে, রেলমন্ত্রক এই ধরনের কোনও বিজ্ঞাপন ইস্যু করেনি। এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, রেলমন্ত্রকের নাম করে ফেক নোটিশ দেওয়া হয়েছে। সাব ইনসপেক্টর ও আরপিএফের কনস্টেবল নিয়োগ নিয়ে একটি বিজ্ঞাপন সোশ্য়াল মিডিয়ায় ঘুরছিল। তবে পিআইবি জানিয়েছে, গোটা বিষয়টি ভুয়ো। এই ধরনের কোনও বিজ্ঞাপন রেলমন্ত্রক অনুমোদন করেনি।
এদিকে ওই বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল, সব মিলিয়ে ৪৬৬০টি পদের জন্য় আবেদন চাওয়া হচ্ছে। কিন্তু সবটাই তো ভুয়ো। এদিকে সেই বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল, ৪২০৮টি কনস্টেবল ও ৪৫২জন সাব ইনসপেক্টর পদের জন্য আবেদনপত্র চাওয়া হচ্ছে। তবে পুরো বিজ্ঞাপনটি ছিল ভুয়ো। সেক্ষেত্রে এই ধরনের বিজ্ঞাপনে সাড়া দেওয়ার ক্ষেত্রে সাবধান হওয়াটাই ভালো। এই সব বিজ্ঞাপনের পেছনে থাকে দুষ্টচক্র। তারা মূলত কর্মপ্রার্থীদের কাছ থেকে অর্থ আদায় করার জন্য় এই সব বিজ্ঞাপন দেওয়া হয় বলে অভিযোগ। সেক্ষেত্রে এই সব বিজ্ঞাপনের ফাঁদে পা দিলে বড় বিপদ হয়ে যেতে পারে।
তবে সরকারি অফিসের নাম করে এই ধরনের বিজ্ঞাপন কারা দেয় তা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। কারণ বহু ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের বিজ্ঞাপনের পেছনে দুষ্টচক্র থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বেসরকারি সংস্থার নাম করে এই ধরনের বিজ্ঞাপন দেওয়া হয়। এমনকী চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ফাঁদ পাতা হয়। এরপর সেই ফাঁদে পা দিলেই সব শেষ সেক্ষেত্রে অত্য়ন্ত সাবধানে পা ফেলা দরকার। না হলেই সর্বস্ব হারাতে হতে পারে।