বিতর্ক পিছু ছাড়ে না হার্দিক পান্ডিয়ার। কখনও টেলিভিশন শোতে কথা বলতে গিয়ে বোর্ডের কোপের মুখে পড়েন, তো আবার কখনও অধিনায়কত্ব নিতে গিয়ে সমর্থকদের রোষের মুখে। চলতি আইপিএলে তো সব কিছুতেই দোষের ভাগিদার হচ্ছেন হার্দিক পান্ডিয়া। রোহিতের অধিনায়কত্ব সরে যাওয়ার জন্য তিনিই ছিলেন সমর্থকদের প্রধান টার্গেট। এরপর বুমরাহকে দিয়ে মুম্বইয়ের বোলিং ওপেন না করার জন্য তাঁর সমালোচনা হয়। দলের টানা তিন ম্যাচে হারের দায় তো তাঁর ওপর পড়বেই। এরই মধ্যে নতুন সংযোজন চেন্নাই ম্যাচের শেষ ওভারে ধোনির কাছে পরপর তিন বলে তিনটি ওভার বাউন্ডারি। ব্যাট হাতেও নেমে তেমন কিছু করতে পারেননি। এই আবহেই মুম্বই দল নিয়ে এবার মুখ খুললেন অ্যাডাম গিলক্রিস্ট।
আরও পড়ুন-IPL 2024-ব্যাজবল নয়, জয়সবল পছন্দ, বলছেন ইংল্যান্ডের অধিনায়কই
চেন্নাই ম্যাচের পর সমর্থকরা আরও একবার কটুক্তি, বিদ্রুপ শুরু করেন দলের অধিনায়কের। রোহিতের শতরানের দিনে হার্দিক যেমন বল হাতে রান দিয়েছেন, তেমন ব্যাট হাতে ব্যর্থ। এরই মধ্যে ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়া প্রতিপক্ষ দলের তারকা মহেন্দ্র সিং ধোনির কথা উল্লেখ করে বলেন চেন্নাইয়ের সাফল্যের কারণ তাদের স্টাম্পের পিছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি(মহেন্দ্র সিং ধোনি)। এই কথা শুনেই গিলক্রিস্টের মনে হচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের মধ্যেই কোথাও একটা অন্তর্কলহ থাকতে পারে। সেই কারণে হয়ত দলের ভিতরেই কার্যত একঘরে হয়ে গেছেন হার্দিক।
হার্দিক একঘরে হয়ে যাওয়া প্রসঙ্গে গিলক্রিস্ট বলেন, ‘ধোনিকে নিয়ে হার্দিক যে মন্তব্যটা করল, সেটা বেশ গুরুত্বপুর্ণ। হার্দিক বলছে চেন্নাইতে উইকেটের পিছন থেকে গাইড করার একজন রয়েছে, তাহলে কি সেই গাইডেন্স নিজের দলে পাচ্ছেন না হার্দিক? ডাগআউটে হার্দিকের পাশে কেউ হয়ত নেই’।
আরও পড়ুন-IPL 2024-BCCI-র কড়া নির্দেশ, আর হয়তো দেখা যাবে না খেলা চলাকালীন তোলা BTS ভিডিয়ো!
ম্যাচের পর কারণ বিশ্লেষণ করতে গিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা তথা ডেকান চারজার্সের হয়ে প্রাক্তন আইপিএল চ্যাম্পিয়ন গিলক্রিস্ট বলছেন, ‘হার্দিককে যেভাবে গুজরাট টাইটানস থেকে আনা হয়েছে, সেটা ফ্র্যাঞ্জাইজি লিগে মাঝেমধ্যেই হয়। এখানে মুম্বই ইন্ডিয়ানস সমস্যা যেটা করেছে তা হল, মুম্বই সমর্থকদের সঙ্গে ওর মানিয়ে নেওয়ার সুযোগটা দেয়নি, আর হঠাৎ করেই রোহিতকে সরিয়ে দিয়েছে অধিনায়কত্ব থেকে। ফলে সমর্থকরা মেনে নিতে পারছে না। আর বড় দলের ক্ষেত্রে সমর্থকদের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ’।
আরও পড়ুন-IPL 2024- বাবার সঙ্গেই গা ঘামাচ্ছেন ওয়ার্নারের মেয়ে, আরেকজন ক্রিকেটার পাবে অজিরা?
গিলক্রিস্টের এই বক্তব্য থেকেই জল্পনা তৈরি হয়েছে, তবে কী খুব বেশিদিন আর এই দলে নেই হার্দিক? কারণ রোহিত যদি আগামী মরশুমে দল ছেড়ে চলেও যায়, পুরোনো ক্রিকেটারদের সঙ্গে তিনি আগের মতো কাজ করতে পারবেন তো? এদিকের হার্দিকের মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে করা মন্তব্যের পরিপ্রেক্ষীতে তাঁর আবারও সমালোচনা হচ্ছে। কারণ প্রথম ম্যাচেই তিনি আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মার থেকে তেমন কোনও গাইডেন্স না নিয়ে রোহিতকে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে পাঠিয়েছিলেন, ফলে আদৌ তার গাইডেন্সের প্রয়োজন আছে না তা নিয়ে প্রশ্ন তুলছে কেউ কেউ।