শুভব্রত মুখার্জি: বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে অস্ট্রেলিয়ার সিনিয়ার মহিলা ক্রিকেট দল। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ওয়ানডে সিরিজের খেলা। অস্ট্রেলিয়া দলের কাছে রীতিমতো দুরমুশ হতে হয়েছে বাংলাদেশ দলকে। ৩-০ ফলে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে বাংলাদেশ দলকে। এবার টি-২০ সিরিজে মুখোমুখি হতে চলেছে দুই দল। তার আগেই এবার বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানার থেকে বাংলা শিখলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি।
ঢাকাতে টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হবে দুই দেশ। ওয়ানডে সিরিজে কোনও রকম কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বাংলাদেশ দল। তিনটি ম্যাচেই তারা দলগত ভাবে ১০০ রানের গন্ডি পেরতে পারেনি। টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে কড়া লড়াই দেওয়ার আশা করছেন নিগার সুলতানা। ৩১ মার্চ খেলা হবে প্রথম টি-২০ ম্যাচ। এরপর ২ এপ্রিল দ্বিতীয় এবং ৪ এপ্রিল তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আর প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হওয়ার আগেই অ্যালিসা হিলি শিখলেন বাংলা। নিগার সুলতানা তাঁকে বাংলায় শুভেচ্ছা বার্তা শেখালেন। আর গোটা ঘটনার ভিডিয়ো প্রকাশ করা হয়েছে বিসিবির তরফে। তাদের সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে এই ভিডিয়ো।
বিসিবির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে এই ভিডিয়ো। ওয়ানডে স্কোয়াড থেকে তিনটি পরিবর্তন করা হয়েছে টি-২০ সিরিজের দলে। ফারগানা হক পিঙ্কি, দিশা বিশ্বাস এবং নিশিতা নিশিকে ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয়েছে। দলে সুযোগ পেয়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন এবং দিলারা আখতার দোলা। এই সিরিজের সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইটে। পাশাপাশি বিসিবির ইউটিউব চ্যানেলেও করা হবে লাইভ স্ট্রিমিং করা হবে।
নির্বাচক সাজ্জাদ আহমেদ শিফন জানিয়েছেন, যেহেতু তৃষ্ণা বাঁহাতি পেসার তাই তাঁকে দিশার বদলে সুযোগ দেওয়া হয়েছে। এতে আমাদের বোলিংয়ে বৈচিত্র্য আসবে। দোলা, পিঙ্কির বদলে সুযোগ পেয়েছে কারণ কিপার ব্যাটার হিসেবে আমরা ওঁর উপরে আস্থা রেখেছি। শরিফা খাতুন একজন ভালো অলরাউন্ডার তাই ওঁকে সুযোগ দেওয়া হয়েছে।