বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024- 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

IPL 2024- 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

চেন্নাইয়ের জার্সিতে রায়াডু। ছবি- টুইটার।

এক ওয়েবসাইটে দাবি করা হয় মহেন্দ্র সিং ধোনির দলের প্রাক্তন সতীর্থ আম্বাতি রায়াডু, যিনি বর্তমানে ধারাভাষ্য দিতে ব্যস্ত রয়েছেন তিনি নাকি ধারাভাষ্য দিতে গিয়ে বলেছেন, ডেথ ওভারে রুতুরাজ গায়েকওয়াড়ের খারাপ ফিল্ড সেটের জন্যই সিএসকে দলের এই বিপর্যয়। যদিও আম্বাতি রায়াডু, স্পষ্টতই অস্বীকার করছেন এই বক্তব্য।

আইপিএলে শুরুটা ভালো করলেও ক্রমেই নিজেদের ছন্দ হারিয়েছে চেন্নাই সুপার কিংস। দলের কম্বিনেশন একাধিকবার বদল করতে হওয়াতেই যে গতিতে শুরু করেছিল সিএসকে, হঠাৎই সেই চেনা স্পিরিট উধাও ক্রিকেটারদের মধ্যে থেকে। ওপেনিং জুটি চূড়ান্ত ব্যর্থ। প্রায় প্রতি ম্যাচেই ব্যর্থ হচ্ছেন রাচিন রবীন্দ্র। অনেক কম দামেই এবারে কিউয়ি ব্যাটারকে তুলে নিয়েছিল সিএসকে। নিলামে তাঁকে কম দমে তোলার পর ধরে নেওয়া হয়েছিল বেশ লাভবান হবে সিএসকে, কিন্তু প্রথম ম্যাচের পর থেকেই টানা ব্যাটে রান নেই বাঁহাতি ব্যাটারের। ওপেনার রুতুরাজ গায়েকওয়াড়ের সঙ্গে টানা সুযোগ পেয়েও ব্যর্থ তিনি। একাই দলকে ওপেনিংয়ে ভরসা দিচ্ছেন অধিনায়ক রুতুরাজ। কিন্তু শতরান করে শেষরক্ষা হয়নি।

রবীন্দ্রের পরিবর্তে রাহানেকে ওপেনিংয়ে আনা হয়েছে। তাঁতেও দলের চিত্রটা বদলায়নি। কারণ রাহানে একটু ধীর গতিতে ব্যাটিং করেন। আরেক মিডল অর্ডার ব্যাটার ডারিল মিচেল সদ্য সমাপ্ত বিশ্বকাপে বেশ ছন্দে ছিলেন। বিপুল অর্থ ব্যয় করে তাঁকে দলে নেওয়া হলেও তিনিও নামের প্রচি সুবিচার করতে পারছেন না। এরই মধ্যে এক ওয়েবসাইটে দাবি করা হয় মহেন্দ্র সিং ধোনির দলের প্রাক্তন সতীর্থ আম্বাতি রায়াডু, যিনি বর্তমানে ধারাভাষ্য দিতে ব্যস্ত রয়েছেন তিনি নাকি ধারাভাষ্য দিতে গিয়ে বলেছেন রুতুরাজ গায়েকওয়াড়ের খারাপ ফিল্ড সেটের জন্যই দলের এই বিপর্যয়। ডেথ ওভারে সঠিক ফিল্ড প্লেসমেন্ট করতে ব্যর্থ হয়েছেন তিনি। যদিও আম্বাতি রায়াডু, স্পষ্টতই অস্বীকার করছেন এই বক্তব্য।

আরও পড়ুন-ICC T20 World Cup-পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের

সেই ওয়েবসাইটে রায়াডুর পাশাপাশি প্রাক্তন জাতীয় ক্রিকেটার নভজ্যোত সিং সিধুকে উদ্ধৃতি করেও লেখা হয়, যে তিনি সরাসরি হারের জন্য মহেন্দ্র সিং ধোনির দিকেই নাকি আঙুল তুলেছিলেন। সাফল্যের কৃতিত্ব যদি ধোনির হয়, তাহলে ব্যর্থতার দায়ও তাঁকে নিতে হবে, এমন মন্তব্য নাকি করেছিলেন সিধু। যদিও আম্বাতি রায়াডু প্রতিবাদ করে স্পষ্টতই জানাচ্ছেন তিনি এমন কিছুই বলেননি। ফলে সিধুও আদৌ এমন উক্তি দিয়েছেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে।

আরও পড়ুন-তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, ফের দেমাক বীরুর

সোশাল মিডিয়ায় সেই ওয়েবসাইটের দেওয়া খবরের লিঙ্ক তুলে ধরে আম্বাতি রায়াডু লিখেছেন, ‘ আমি তো সেই ম্যাচের দিন ধারাভাষ্য দিচ্ছিলামই না। আমি বাগানে আম পাড়ছিলাম সেদিন। এরকম কিছু লেখার আগে দায়িত্বশীল হওয়া প্রয়োজন। এমন ফালতু গুজব ছড়াবেন না’।

আরও পড়ুন-IPL - ‘আমি অনুরোধ করেছিলাম, কিন্তু ও শোনেনি’, উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?-ভিডিয়ো

মহেন্দ্র সিং ধোনি চলতি মরশুমের আগেই রুতুরাজ গায়েকওয়াড়কে আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের অধিনায়কত্ব তুলে দিয়েছিলেন। শুরুটা ভালো হলেও এখন চেন্নাইয়ের ৮ ম্যাচে রয়েছে ৮ পয়েন্ট। লখনউয়ের বিপক্ষে জোড়া হারের পরই দল ধাক্কা খেয়েছে। রবিবার তাঁদের পরের ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

‘পিঠটা আছে তো…’! আঁচল বিতর্কে ফের চাঁচাছোলা মমতা, ‘আমি যদি কিছু না পরে…’ IPl-এর ইতিহাসে সবচেয়ে ওভাররেটেড প্লেয়ার ম্যাক্সওয়েল- পার্থিবের মন্তব্যে বিতর্ক ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বাংলায়? পূর্বাভাস IMD-র! গরম কাটিয়ে শুরু হবে ঝড়-বৃষ্টি La Liga-বার্সেলোনা হারতেই রিয়ালের দখলে লা লিগা, টার্গেট এবার চ্যাম্পিয়ন্স লিগ ডায়াবিটিস প্রতিরোধ থেকে অন্যান্য স্বাস্থ্য সুবিধা, গরমে দই খাওয়ার ৮টি উপকারিতা ২০১৪ সালের টেট পরীক্ষার কি আদৌ বৈধতা থাকতে পারে? জানতে চাইল কলকাতা হাইকোর্ট ২০ বছর আগে! ১৫ বছরের পরিণীতি দূরদর্শনের পর্দায় গেয়েছিলেন দেশাত্মবোধক গান আউটের সিদ্ধান্তে খুশি না হয়ে ব্যাট-হেলমেট ছুঁড়ে ফেললেন বাংলাদেশের ক্যাপ্টেন সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ বাঁচাতে চান? কিনে ফেলুন আস্ত একটি খাট পরের মরশুম নিয়ে ক্লাবের সঙ্গে কথা চলছে-বাগান ছাড়ার জল্পনা ফুৎকারে ওড়ালেন হাবাস

Latest IPL News

IPl-এর ইতিহাসে সবচেয়ে ওভাররেটেড প্লেয়ার ম্যাক্সওয়েল- পার্থিবের মন্তব্যে বিতর্ক তাহলে কি সব দোষ ধারাভাষ্যকারদের- কোহলি ও স্টার স্পোর্টসকে একহাত নিলেন গাভাসকর অস্ট্রেলিয়ান হওয়ার পরেও ও অনেক বেশি ভারতীয়- ওয়ার্নারকে নিয়ে ফ্রেজারের দাবি সমালোচনাকে গুরুত্ব না দিলে,তার জবাব দাও কেন? ‘অন এয়ার’ কোহলিকে কটাক্ষ গাভাসকরের ওয়াংখেড়েতে কাউকে গালি দেননি, নিজের সন্তানকে রক্ষা করতেই রেগে গিয়েছিলেন শাহরুখ নারিনের বোলিং নিয়ে কিছু না বলেই কি অনেক কিছু বলে দিলেন অশ্বিন, শুরু জল্পনা IPL-এ দুরন্ত প্রত্যাবর্তন কোহলিদের, GT-কে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল RCB 'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো ধোনি আমার বাবার মতো, অভিভূত হয়ে আছেন শ্রীলঙ্কার তারকা পেসার আমি দাদার খুব বড় ভক্ত- সৌরভ কী ভাবে তাঁকে সাহায্য করেছেন, ফাঁস করলেন বেঙ্কটেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.