দীর্ঘ পেশাদার কেরিয়ারে কখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তবে ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান সংগ্রহ করেছেন। ভারতের সর্বকালের সেরা ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হন। এহেন অমল মজুমদারের দেশের জার্সিতে পা পড়তে চলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটের আঙিনায়। যদিও ক্রিকেটার হিসেবে নয়, বরং টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে।
বিসিসিআই ভারতের মহিলা ক্রিকেট দলের হেড কোচ হিসেবে অমল মজুমদারের নাম ঘোষণা করে বুধবার। ক্রিকেট উপদেষ্টা কমিটির পরামর্শ মতোই মজুমদারের হাতে হরমনপ্রীতদের দায়িত্ব তুলে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জাপে এবং সুলক্ষণা নায়েককে নিয়ে গঠিত ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি সর্বসম্মতভাবে ভারতের মহিলা ক্রিকেট দলের হেড কোচ হিসেবে অমল মজুমদারকে বেছে নিয়েছে। সেই মতো বিসিসিআই মজুমদারকে সিনিয়র মহিলা দলের হেড কোচ হিসেবে নিয়োগের কথা ঘোষণা করছে।
অক্টোবরের শেষ সপ্তাহে বিসিসিআইয়ের তরফে ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন হেড কোচের নাম ঘোষণা করা হয়। যদিও ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি বেশ কিছুদিন আগেই কোচ হতে ইচ্ছু প্রার্থীদের সাক্ষাৎকার নেয়। জুলাইয়ের শুরুতেই খবর ছড়িয়ে পড়ে যে, উপদেষ্টা কমিটি অমল মজুমদারের ইন্টারভিউয়ে অত্যন্ত খুশি। তাই তাঁর হাতেই দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। শেষমেশ সেই সম্ভাবনাই বাস্তবের রূপ পায়।
অমল মজুমদার এর আগে মুম্বইয়ের রঞ্জি দলের হেড কোচের দায়িত্ব পালন করেছেন। তিনি রাজস্থান রয়্যালসের সহকারী কোচ হিসেবে আইপিএলেও কাজ করেছেন। ভারত সফরে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের সঙ্গেও কোচিং স্টাফ হিসেবে সীমিত সময়ের জন্য কাজ করেছেন মজুমদার।
অমল মজুমদারের কেরিয়ার:-
কখনও আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও সেটাকে অমল মজুমদারের দুর্ভাগ্য হিসেবেই বিবেচনা করেন বিশেষজ্ঞরা। জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার সব দক্ষতা অমলের মধ্যে ছিল বলে মত ক্রিকেট পণ্ডিতদের। যদিও তিনি ভারতীয়-এ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। মুম্বই, অন্ধ্রপ্রদেশ ও অসমের হয়ে ঘরোয়া ক্রিকেটে মাঠে নেমেছেন অমল। তিনি ১৭১টি ফার্স্ট ক্লাস ম্যাচে ১১১৬৭ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৩০টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ৬০টি।
১১৩টি লিস্ট-এ ম্যাচে অমল মজুমদারের সংগ্রহে রয়েছে ৩২৮৬ রান। ৫০ ওভারের ক্রিকেটে তিনি ৩টি সেঞ্চুরি ও ২৬টি হাফ-সেঞ্চুরি করেছেন। ১৪টি টি-২০ ম্যাচে মজুমদার সংগ্রহ করেছেন ১টি অর্ধশতরান-সহ ১৭৪ রান।