ফের রবিচন্দ্রন অশ্বিনের শিকার হলেন বেন স্টোকস। এই নিয়ে ভারতীয় অফ-স্পিনার টেস্ট ক্রিকেটে ১২তম বারের জন্য ইংল্যান্ডের অধিনায়ককে আউট করলেন। অশ্বিন সামনে থাকলে বোধহয় কেঁপে যান স্টোকস। টেস্ট ক্রিকেটের নিরিখে অশ্বিন সর্বাধিক বার সব ব্যাটারদের মধ্যে স্টোকসকেই আউট করেছেন। স্টোকসও সবচেয়ে বেশি বার অশ্বিনের বলেই আউট হয়েছেন। এত বেশি বার টেস্ট ক্রিকেটে অন্য কোনও বোলার তাঁকে আউট করতে পারেননি।
ইংল্যান্ড অধিনায়ক ছাড়াও এই ফরম্যাটে ডেভিড ওয়ার্নারকে ১১ বার, অ্যালিস্টার কুককে ৯ বার এবং স্টিভ স্মিথকে ৮ বার আউট করেছেন। তবে স্টোকস সবেচেয়ে বেশি বার অশ্বিনের শিকার হয়েছেন। শুক্রবার ভারতের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন ১৪০ রানে ইংল্যান্ডের ৪ উইকেট পড়ে যাওয়ার পর ক্রিজে এসেছিলেন বেন স্টোকস। অলি পোপ তখন ক্রিজে লড়াই চালাচ্ছেন। অলি পোপের সঙ্গে তখন দলের হাল ধরার দরকার ছিল স্টোকসের। কিন্তু অশ্বিনের দাপটে সব এলোমেলো হয়ে গেল।
আরও পড়ুন: জাদেজার বল বুঝতে না পেরে, ছেড়ে দিতে গিয়েই যত গণ্ডগোল, বোল্ড হয়ে ভেবলে গেলেন বেয়ারস্টো- ভিডিয়ো
অশ্বিন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৩৭তম ওভারে বল করতে এসেছিলেন। ওভারে পঞ্চম বলটি তিনি ঠিক স্টাম্প লাইনের উপর দিয়েছিলেন। এই বল খেলতে স্টোকসও পা বের করে নিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে বলটি ঘুরে গিয়ে তাঁর অফ স্টাম্পে আঘাত করে। অশ্বিনের এই বলে বোল্ড হওয়ার পর স্টোকসের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। সেই সঙ্গে অশ্বিনের উদযাপনও ছিল বেশ রোমাঞ্চকর।
নিজেদের প্রথম ইনিংসে ৭০ রান করা স্টোকস, রবিবার ক্রিজে আসার পর থেকেই অস্বাভাবিক ভাবে রক্ষণাত্মক ছিলেন। তাঁকে তাঁর স্বাভাবিক আক্রমণাত্মক মেজাজে দেখা যায়নি। কিন্তু বেশি সাবধানী হতে গিয়েই নিজের উইকেট হারান স্টোকস।
আরও পড়ুন: ভারতে এসে টেস্টে একাধিক বার সেঞ্চুরি আর ৪ উইকেট, সোবার্স, বোথাম, মইন আলির নজির ছুঁলেন জো রুট
বেন স্টোকসকে আউট করে কপিল দেবের বড় রেকর্ড স্পর্শ করে ফেলেছেন অশ্বিন। ভারতীয় বোলারদের মধ্যে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি বার কোনও ব্যাটসম্যানকে আউট করার নজির গড়েছেন অশ্বিন। এই নজির আগে একমাত্র ছিল কপিল দেবের। কপিল দেব টেস্টে ১২ বার মুদাসর নাজারকে আউট করেছেন। বেন স্টোকসকেও এই নিয়ে ১২ বার প্যাভিলিয়নে ফেরালেন অশ্বিন। যে কারণে এই তালিকায় কপিল দেবের সঙ্গে যৌথ ভাবে শীর্ষ স্থানে জায়গা করে নিলেন অশ্বিন।
এর পরে রয়েছেন ইশান্ত শর্মা, যিনি অ্যালিস্টার কুককে ১১ বার আউট করেছেন। কপিল দেব আবার ১১ বার গ্রাহাম গুচকে আউট করেছেন। আর অশ্বিন ১১ বার ডেভিড ওয়ার্নারকে আউট করেছেন। যৌথ ভাবে এই তালিকার দ্বিতীয় স্থানেও রয়েছেন অশ্বিন এবং কপিল।