শুভব্রত মুখার্জি: সাম্প্রতিক সময়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে সবথেকে উন্নতি ঘটিয়েছে যে দলটি তার নাম নিঃসন্দেহে আফগানিস্তান। তা তাদের খেলায় বারবার উঠে এসেছে। চলতি এশিয়া কাপে তারা সুপার ফোর পর্যায়ে পৌঁছাতে পারেনি একথা একদম ঠিক। কিন্তু যে লড়াইটা তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়ল তা চিরদিন মনে রাখবে ক্রিকেট বিশ্ব। আর তা সম্ভব হয়েছে তাদের প্রাক্তন অধিনায়ক তথা মিডল অর্ডার ব্যাটার তথা অফ স্পিনিং অলরাউন্ডার মহম্মদ নবি। এক আক্রমণাত্মক ইনিংস এদিন উপহার দিলেন তিনি। পাশাপাশি এই ইনিংসে ভর করেই আফগানিস্তানের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে গড়ে ফেললেন নজির।
আফগানিস্তানের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বলে অর্ধশতরান করার নজির গড়লেন তিনি। মাত্র ২৪ বলে এদিন লাহোরে অর্ধশতরান করে এই নজির গড়েন তিনি। পাশাপাশি ভেঙে দেন মাত্র তিন ম্যাচ আগে গড়া আফগান বোলিং অলরাউন্ডার মুজিব উর রহমানের নজির। মাত্র তিন ম্যাচ আগে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ২৬ বলে অর্ধশতরান করে এই নজির গড়েছিলেন মুজিব। যা এদিন লাহোরে ভেঙে দিলেন নবি।
প্রসঙ্গত একাধিক আফগান তারকা ক্রিকেটার বিশ্বের বিভিন্ন বড় বড় ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে দাপটের সঙ্গে খেলছেন। আইপিএল, বিগ ব্যাশের মতন লিগ মাতাচ্ছেন রশিদ খান, মুজিব উর রহমানরা। আর তাদের আজকের খেলায় ফের একবার যেন প্রতিফলিত হল বড় স্টেজে খেলার আত্মবিশ্বাস।
এদিন আফগানিস্তানের কপালও মন্দ ছিল। দুরন্ত লড়াই করে ম্যাচ একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত টেনে নিয়ে গিয়েও তাদের হারতে হল মাত্র দুই রানে। এই হারের ফলে এশিয়া কাপ থেকে ছিটকে গেল তারা। শ্রীলঙ্কার ২৯১ রানের জবাবে ২৮৯ রানেই অলআউট হয়ে যায় আফগান বাহিনী। এদিন মাত্র ৩২ বল খেলে ৬৫ রান করেন মহম্মদ নবি। তাঁর এদিনের ইনিংস সাজানো ছিল ৬টি চার এবং পাঁচটি ছয় দিয়ে। এছাড়াও অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদি ৬৬ বলে করেন ৫৯ রান। রশিদ খান শেষ দিকে মাত্র ১৬ বলে ২৭ রান করে অপরাজিত থেকেও দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারলেন না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে