শুভব্রত মুখার্জি: এশিয়া কাপ ২০২৩ অভিযান শুরুর আগেই ভারতীয় দলে জোর ধাক্কা লেগেছিল। চোট সারিয়ে দলে ফিরে আসা কিপার ব্যাটার কেএল রাহুলের হাল্কা সমস্যা রয়েছে বলে জানান দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। ফলে তাঁকে এশিয়া কাপে ভারতের প্রথম দুটি ম্যাচে যে পাওয়া যাবে না তা নিশ্চিত করে দেন তিনি।এরপর থেকেই কেএল রাহুলের চোট নিয়ে নানা মহলে নানা জল্পনা দেখা দেয়। অনেকেই বলতে শুরু করেছেন কেএল রাহুলকে নিয়ে বড্ড তাড়াহুড়ো করা হয়ে গেল। আর বিষয়টি নিয়ে বলতে গিয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ তো স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন এখন যদি সে আনফিট থাকে, তাহলে দু ম্যাচ পরে কোনও ভাবেই ফিট হবেন না কেএল রাহুল।
ক্রিকেটের অন্য দুই ফর্ম্যাটে সেভাবে রান না পেলেও ওয়ানডে ফর্ম্যাটে বিশেষ করে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে বেশ ভালো পারফরম্যান্স করেছেন কেএল রাহুল। তিনি খেলেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংসও। ৩১ বছর বয়সি ব্যাটার মিডল অর্ডারে যেভাবে রান করতে পারেন, যে গতিতে রান করতে পারেন তা অন্য কোন ব্যাটারের পক্ষে আদৌও সম্ভব কি না নিশ্চিত নন কাইফ। বিষয়টি নিয়ে স্টার স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আমার মনে হয় এখন যদি রাহুলের অল্প চোটের সমস্যা থেকেও থাকে, তা ভবিষ্যতে বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এখন যদি রাহুল আনফিট থাকে তাহলে দুম্যাচ পরে কোনও ভাবেই ফিট হবেন না। ভারতীয় সমর্থকদের জন্য এই খবর একেবারেই ভালো নয়। কারণ ওয়ানডে ফর্ম্যাটে পাঁচ নম্বর পজিশনে দারুন খেলেন রাহুল। ওই পজিশনে দলের ওঁকে প্রয়োজন রয়েছে। ওই পজিশনে ওঁর পরিসংখ্যানও খুব ভালো।’
ওয়ানডেতে জাতীয় দলের হয়ে পাঁচ নম্বরে ১৮টি ইনিংস খেলেছেন কেএল রাহুল। তিনি করেছেন ৭৪২ রান, এই সময়ে তাঁর গড় ৫৩। নিঃসন্দেহে ঈর্ষণীয় সাফল্য বলা যায়। এশিয়া কাপের দলে রাহুলকে রাখা হলেও তাঁর ব্যাক আপ হিসেবে মুম্বই ইন্ডিয়ান্স দলের কিপার ব্যাটার ইশান কিষানকে দলে রাখা হয়েছিল আগেই। টিম ম্যানেজমেন্ট কোন ঝুঁকি নিতে চায়নি এই বিষয়ে। তবে ওডিআই ফর্ম্যাটে এই পাঁচ নম্বর পজিশনে খেলতে এখনও অভ্যস্ত নন ইশান কিষান। ফলে সেই জায়গায় একটা চিন্তা থেকেই যাচ্ছে। বিষয়টি নিয়ে কাইফ আরও যোগ করেছেন, ‘রাহুল জানে ওই পজিশনে ব্যাট করে কখন গিয়ার বদলাতে হয়।দরকার মতন বড় শটও খেলতে পারে। পেস বোলিং এবং স্পিন বোলিং দুইয়ের বিরুদ্ধেই যথেষ্ট ভালো ক্রিকেটার ও। ইনিংসকে কীভাবে স্থিরতা দিতে হয় তা রাহুল ভালো ভাবে জানেন। আমার মতে ইশান কিষানকে খেলালেও রাহুলের বদলি পাওয়া খুব কষ্টকর। পাশাপাশি কিপিংটা ছাড়াও ইনিংসকে ভালোভাবে শেষ করতেও সিদ্ধহস্ত রাহুল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে