সুপার ফোরের ম্যাচ শুরু হতেই যেন এশিয়া কাপ ২০২৩ এর আসল লড়াই শুরু হয়ে গিয়েছে। এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে শোচনীয় পরাজয় বরণ করেছিল পাকিস্তান। এখন এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে নামবে বাংলাদেশ। তাদের সামনে এবার দ্বিতীয় সুযোগ রয়েছে। ৯ সেপ্টেম্বর বাংলাদেশের সামনে শ্রীলঙ্কা। আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের দ্বিতীয় সুপার ফোরের ম্যাচটি অনুষ্ঠিত হবে, যেখানে এটি হবে শ্রীলঙ্কার প্রথম সুপার ফোরের ম্যাচ। এই ম্যাচে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে তাদের টিকে থাকার সম্ভাবনা রয়েছে।
এর মাঝেই বাংলাদেশে সমর্থক ও শ্রীলঙ্কার সমর্থকদের জন্য বড় আপডেট দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বলেছেন, ‘কলম্বোতে সুখবর আসছে। দিমুথ করুনারত্নে এবং লিটন দাস নেটে হিট করছেন। আগামীকাল সুপারস ফোরের লড়াইয়ের আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সেন্টার উইকেট অনুশীলন করেছে। গত কয়েকদিন ধরে ইন্ডোর নেটে অনুশীলন করেছিল দলগুলো, এই ছবি সকলের জন্য স্বাগত খবর। বিশেষ করে আমার জন্য।’ এই বলে দুটো ভিডিয়ো শেয়ার করেছেন অশ্বিন। এই ভিডিয়োতে দুই দলকে মাঠে অনুশীলন করতে দেখা যাচ্ছে।
আগামী ৯ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রেমাদাসা স্টেডিয়ামের পুরনো রেকর্ডের কথা যদি বলি, এই মাঠে এখনও পর্যন্ত মোট ১৫৫টি ওডিআই ম্যাচ খেলা হয়েছে। এখানে প্রথমে ব্যাট করা দল ৮৪ বার ম্যাচ জিতেছে এবং তাড়া করা দল ৬১ বার ম্যাচ জিতেছে। আর প্রেমাদাসা স্টেডিয়ামের গড় স্কোর নিয়ে কথা বললে, প্রথম ইনিংসের স্কোর হল ২৩২ রান, দ্বিতীয় ইনিংসের গড় স্কোর ছিল ১৯১ রান। এই পিচে, ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বোচ্চ ৩৭৫ রান করেছিল, যেখানে সবচেয়ে ছোট স্কোর ৭৮ রান, যা শ্রীলঙ্কার মহিলা দলের নামে রয়েছে।
পিচের মেজাজ সম্পর্কে কথা বলতে গেলে, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের পিচটি ব্যাটিংয়ের জন্য সেরা হিসাবে বিবেচিত হয়, যদিও এই পিচে ফাস্ট বোলারদের ভালো হিসাবে বিবেচনা করা হয়। শুধু তাই নয়, দ্বিতীয় ইনিংসেও এই পরিচয় স্পিনারদের জন্য সাহায্য করে থাকে। যে কারণে রান করা কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সাধারণত যে দল টস জিতবে তারা এই মাটিতে প্রথমে ব্যাট করতে পছন্দ করে। বিশেষ বিষয় হল বর্তমানে কলম্বোতে বর্ষাকাল চলছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির কারণে পিচের প্রকৃতিও বদলে যেতে পারে। বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হলে বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয়কেই ১ পয়েন্ট করে দেওয়া হবে। এদিকে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ভারত বনাম পাকিস্তান ম্যাচ বাদে শুধুমাত্র এশিয়া কাপের ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।